স্ত্রীকে প্রেম নিবেদন করতে পুরসভার ভালবাসা চুরি করলেন যুবক

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- স্ত্রীকে তিনি ভালবাসেন। এই শীতের দিনে তাঁর প্রেমের উষ্ণতাটুকু স্ত্রীর কাছে পৌঁছে দিতে যুবক এমন এক কাণ্ড ঘটালেন যে তা রীতিমত এখন লোকের মুখে মুখে ঘুরছে। স্ত্রীকে প্রেম নিবেদন করতে তিনি পুরসভার ভালবাসাই চুরি করে ফেললেন।

পুলিশ তাঁকে পাকড়াও করলেও পরে কারাগারের বদলে তাঁর কপালে জোটে গোলাপের তোড়া। এখন প্রতিটি পুর এলাকাতেই একটা লেখা নজর কাড়ে। সেই পুরসভাকে বাসিন্দারা ভালবাসেন। এটা লেখা থাকে এলইডি আলো দিয়ে।

বিশাল সেই লেখা ঝলমল করে আলোয়। এই ভালবাসার কথাটা অক্ষরে নয় বরং লাভ সাইন বা ভালবাসার চিহ্ন দিয়ে প্রকাশিত হয়। বড় আকারের লাল রংয়ের সেই লাভ সাইনটি সিউড়ি পুরসভার সাজানো একটি বোর্ড থেকে রাতের অন্ধকারে খুলে নেন এক যুবক। ইচ্ছে ছিল সেই বিশাল লাল লাভ সাইনটি স্ত্রীর হাতে তুলে দিয়ে নিজের ভালবাসা প্রকাশ করবেন।

আরো পড়ুন: আরজি করে আট তলার ঘরের সিল ভাঙার চেষ্টা, নেপথ্যে কোন রহস্য?

বিষয়টি জানার পর ওই যুবককে গ্রেফতার করতে সমর্থ হয় পুলিশ। চুরির জন্য সাজা তো পেতে হবে। কিন্তু যুবক যখন এই লাভ সাইন চুরির কারণ জানান তখন পুলিশ থেকে সিউড়ি পুরসভার চেয়ারম্যান কেউই রাগ করে থাকতে পারেননি।

বরং ওই যুবককে একটি ফুলের তোড়া কিনে দেন তাঁরা। অবশেষে পুরসভার লাগানো সেই চুরি করা লাভ সাইন নয়, যুবক সেই গোলাপ ফুলের তোড়া হাঁটু মুড়ে হাতে তুলে দেন স্ত্রীর। সেই সঙ্গে শপথ করেন কখনও আর চুরি করবেননা।

ভালবাসার এই চুরি তাই মাফ হয়ে যায়। তবে যুবকের স্ত্রীর প্রতি ভালবাসার কথা এখন সিউড়ি শহর তো বটেই, বীরভূম জুড়ে একটা কাহিনির মত মানুষের মুখে মুখে ঘুরছে।

আরো পড়ুন: নতুন বছরের শুরুতেই সর্বনাশ! বন্ধ হয়ে যেতে পারে WhatsApp, বিস্তারিত জানুন 

 

 

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন