Bangla News Dunia, বাপ্পাদিত্য:- অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল শবদেহ। মাঝ রাস্তায় স্পিড ব্রেকার পেরোনোর সময়েই ঘটে অদ্ভুত ঘটনা। শবদেহের একটি হাতের আঙুল নড়ে উঠতে দেখেন পরিবারের সদস্যরা। পরে সেই ব্যক্তি অন্য হাসপাতালে স্থানান্তরিত করলে জানা যায়, ওই ব্যক্তি জীবিতই ছিলেন। ঘটনা মহারাষ্ট্রের কোলহাপুরে। চিকিৎসার পর সুস্থ হয়ে ওঠেন পানদুরাং উল্পে (৬৫)। সুস্থ হয়ে হাসপাতাল থেকে হেঁটে বাড়ি ফেরেন তিনি।
জানা গিয়েছে, গত কয়েকদিন ধরেই হৃদরোগে ভুগছিলেন ওই বৃদ্ধ। কয়েকদিন আগে বাড়ির কাছেই হাঁটতে বেরিয়েছিলেন তিনি। বাড়িতে ফিরে চা খেতে খেতে অসুস্থ হয়ে পড়েন। বমিও করছিলেন। এর পরেই তিনি সংজ্ঞা হারালে তৎক্ষণাৎ তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুন:– জানুয়ারি মাসে অতিরিক্ত রেশন দেওয়ার ঘোষণা। কোন রেশন কার্ডে কত কিলো মাল পাবেন? দেখে নিন
বৃদ্ধকে ‘মৃত’ ভেবেই অ্যাম্বুল্যান্সে করে নিয়ে যাওয়া হচ্ছিল। পরিবারের দাবি, সকলে তাঁকে নিয়ে শ্মশানে যাবে বলেও ঠিক করে নিয়েছিলেন। নিকটস্থ আত্মীয়দের খবর দিয়ে দেওয়া হয়। রাস্তাতেই ঘটে সেই ‘মিরাকল’। স্পিড ব্রেকারের উপর দিয়ে গাড়ি যাওয়ার সময় হঠাৎ বৃদ্ধের একটি হাতের আঙুল নড়ে ওঠে। সঙ্গে সঙ্গে তাঁকে অন্য একটি হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়। সেই হাসপাতালে প্রায় ১৫ দিন ভর্তি ছিলেন ওই বৃদ্ধ। চিকিৎসার পর সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফেরেন তিনি।
আরও পড়ুন:– দেশের সেরা পাঁচটি Engineering College এর তালিকা। এখানে পড়াশোনা করে দুর্দান্ত কেরিয়ার তৈরি করা যায়
আরও পড়ুন:– উদ্ধার 967 শিশু ! ‘নানহে ফারিস্তে’ অভিযানে বিশেষ সাফল্য পূর্ব রেলের – NANHE FARISTEY
অগ্নিবীর নিয়োগ 2025 : বিভিন্ন পদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/0CMmYG6hay
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025
India Post GDS Recruitment 2025 : 65,200টি শূন্য পদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/6NF7Xktxce
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025
ITBP নিয়োগ 2025: মোটর মেকানিক শূন্যপদের জন্য এখনই আবেদন করুনhttps://t.co/dmqHraRemt
— The Global Press Bangla (@kaushik94544429) January 3, 2025