Bangla News Dunia , পল্লব : প্রাচীনকাল থেকে ভারত অনেক যুদ্ধ করেছে এবং প্রতিটি যুদ্ধের পর ভারত একটি উদীয়মান দেশ হিসাবে আবির্ভূত হয়েছে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি আমাদের জানা উচিত স্বাধীনতার পর ভারত যেসকল যুদ্ধ করেছে বরং তার সাহসিকতার মাধ্যমে শেষ করেছে।
প্রধান গুরুত্বপূর্ণ যুদ্ধ গুলি নিম্নরূপ —-
1947 – ভারত ও পাকিস্তানের মধ্যে – যখন উভয় দেশ ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভ করে কিন্তু পাকিস্তান আমাদের পেছন থেকে ছুরিকাঘাত করে এবং জম্মু ও কাশ্মীরে আক্রমণ করে, শুরুতে জম্মু-কাশ্মীর রাজ্য বাহিনী এবং পাস্তুন বাহিনীর মধ্যে সংঘর্ষ হয় কিন্তু আমাদের ভারতীয় বাহিনী জম্মু-কাশ্মীর বাহিনীর সাথে যোগদান করে এবং বীরত্বের সাথে যুদ্ধ করার পর, পাকিস্তানিরা প্রচুর পরিমাণে হতাহত হয়।
আরো পড়ুন :- জানেন অতীতে ‘অখণ্ড ভারত’ থেকে আলাদা হয়েছিল ১১টি দেশ ! পড়ুন অজানা ইতিহাস
1962 – চীন ও ভারতের মধ্যে – যুদ্ধটি মূলত বিরোধপূর্ণ হিমালয় সীমান্ত নিয়ে সংঘটিত হয়েছিল যে আমরা উভয় দেশই সীমান্ত রেখা নির্ধারণ করিনি। চীন গোপনে ও কৌশলে গুরুত্বপূর্ণ এলাকা দখলের কৌশল তৈরি করেছে। ভারত পরিস্থিতি সম্পর্কে অবগত ছিল না, চীন একটি আশ্চর্য আক্রমণ করেছিল কিন্তু আমাদের বাহিনী কঠোরভাবে এই যুদ্ধে লড়াই করেছিল যখন আমাদের বাহিনী প্রচুর হতাহত এবং এলাকার ক্ষতির সম্মুখীন হয়েছিল।
1965 – ভারত ও পাকিস্তানের যুদ্ধে লাল বাহাদুর শাস্ত্রীর সিদ্ধান্তে পরাজয় হয় পাকিস্তানের। এই যুদ্ধে ভারতীয় বায়ুসেনার ক্ষমতা বিশ্বের সামনে প্রকাশ পায়।
1971 – পাকিস্তান ও ভারতের মধ্যে – এটি মূলত বাংলাদেশের (তৎকালীন পূর্ব পাকিস্তান) নিয়ে যুদ্ধ হয়েছিল, আমাদের বাহিনী সীমিত সময়ের মধ্যে দক্ষিণ এশিয়ার মানচিত্র পরিবর্তন করে। এই যুদ্ধে ভারতের নৌবাহিনী, বিমানবাহিনী, সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার প্রধান গুরুত্বপূর্ণ অবদান ছিল প্রচুর পরিমাণে। এই যুদ্ধের ফলশ্রুতিতে বাংলাদেশ নামক নতুন দেশ গঠন হয়। জিত হয় ভারতের।
আরও পড়ুন : কমছে ভোটে লড়ার বয়সসীমা !
1999 – বিখ্যাত কার্গিল যুদ্ধ – যুদ্ধটি কারগিল জেলায় এবং নিয়ন্ত্রণ রেখা বরাবর সংঘটিত হয়েছিল, ওকিস্তানি বাহিনী আমাদের ভূখণ্ডে প্রবেশ করেছিল এবং আমাদের পোস্টের পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিও দখল করেছিল, আমাদের সাহসী ভারতীয় বাহিনী তাদের কাছে সূক্ষ্ম বার্তা দিয়েছিল, এতে আর্মএইচ এবং বিমানবাহিনী অপারেশন নিরাপদ সাগর নামে সম্মিলিত অভিযান শুরু করে। এই যুদ্ধে ভারত জিতেছে।
আমরা ভারতীয়রা আমাদের প্রতিরক্ষা বাহিনীর জন্য গর্বিত। #End
আরো পড়ুন:- চাল রপ্তানি বন্ধ করেছে ভারত ! খাদ্য সংকটে বিশ্ব
আরো পড়ুন :- রেলের অনুষ্ঠান থেকে বিরোধীদের তীব্র কটাক্ষ মোদির
আরও পড়ুন : ৬ কোটি মানুষকে বিরাট উপহার দিল মোদী সরকার !
আরো খবর দেখতে নিচের ছবিতে ক্লিক করুন
লক্ষ্য লোকসভা ! বাংলায় আসছেন মোদীর সেনাপতিhttps://t.co/D2b8fMSEMI
— Bangla News Dunia (@Banglanewsdunia) August 6, 2023
অনুব্রতর গড়ে উদ্ধার বিপুল বিস্ফোরক, গ্রেপ্তার তৃণমুল প্রার্থীর স্বামীhttps://t.co/sVuiGGJIFs
— Bangla News Dunia (@Banglanewsdunia) August 6, 2023
মদের দোকান খুলতে চান ? শুরু হল লাইসেন্সের আবেদনhttps://t.co/D7FhojOI9x
— Bangla News Dunia (@Banglanewsdunia) August 6, 2023
আরও পড়ুন : কিভাবে চিনবেন আপনার প্রকৃত বন্ধুকে ? পড়ুন চানক্য নীতি
আরও পড়ুন : আদিকাল থেকে পৃথিবীতে সৃষ্টি হয়েছে বহু ধর্ম ! জানুন এমন বৃহৎ ১০টি ধর্ম সম্পর্কে
আরও পড়ুন : পৃথিবী জুড়ে ভয়াবহ জলবায়ু পরিবর্তন ! ধ্বংসের মুখে মানবজাতি
আরও পড়ুন : পাকিস্তানের হিন্দুদের রক্ষা করুন ! মুসলিম বিশ্বের কাছে দাবি তুলল ভারত
আরো পড়ুন :- BIG NEWS: এবার আধার-রেশন কার্ড লিঙ্ক করা যাবে, সম্পূর্ণ বিনামূল্যে
আরও পড়ুন : মন্দিরে নিষিদ্ধ RSS ! জোর বিতর্ক
আরও পড়ুন : মহিলাদের ‘ব্যাংক একাউন্টে’ টাকা পাঠাবে মোদী সরকার !
এই রকম আরো খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন