Bangla News Dunia, দীনেশ :- বিজ্ঞাপনে স্বামীদের ‘অলস’, ‘অকম্মের ঢেঁকি’ এবং ‘বুদ্ধিহীন’ হিসেবে দাগিয়ে দিয়ে বেজায় বিপাকে ফ্লিপকার্ট। পুরুষ অধিকার সংগঠনগুলির তীব্র নিন্দার মুখে শেষ পর্যন্ত ক্ষমা চাইতে বাধ্য হলো এই ই-কমার্স সাইট। এমনকী, বিতর্কের আবহে বাধ্য হয়ে ‘বিগ বিলিয়ন ডে সেল’ সংক্রান্ত ওই বিজ্ঞাপনটি প্রত্যাহারও করে নিতে হলো ফ্লিপকার্টকে।
‘বিগ বিলিয়ন ডে সেল’ নিয়ে প্রতিবারের মতো এ বারও ফ্লিপকার্ট হইচই ফেলে দেওয়ার মতো বিজ্ঞাপন দিয়েছে। তার মধ্যে একটি অ্যানিমেটেড ভিডিয়োতে দেখা গিয়েছে, এক দম্পতি গ্রাহকদের পরামর্শ দিচ্ছেন কী ভাবে বাড়ির মহিলারা সুচতুরভাবে ই-কমার্স সাইট থেকে হ্যান্ডব্যাগ অর্ডার করবেন। আর স্বামী জানতেও পারবেন না। তবে এই বিজ্ঞাপনী ভিডিয়ো পুরুষদের কাছে একেবারেই গ্রহণযোগ্য হয়নি। একাধিক নেটিজ়েনের তরফ থেকে এর সম্পর্কে তীব্র নিন্দা করা হয়েছে। এনসিএম ইন্ডিয়া কাউন্সিল ফর মেন অ্যাফেয়ার্সের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, ‘এটি একটি টক্সিক এবং নিম্নরুচির বিজ্ঞাপনী ভিডিয়ো। আর তাই ফ্লিপকার্ট বাধ্য হলো এটি প্রত্যাহার করে নিতে। কী এমন দরকার ছিল যে বিজ্ঞাপনে স্বামীদের অলস, অকর্মণ্য, বোকা হিসেবে দেখানোর? এর জন্য ক্ষমা চাওয়া উচিত ই-কমার্স সাইটের। আশা করব এমন বিজ্ঞাপন আর তৈরি করা হবে না। পুরুষদের উপর এই ধরনের বিদ্বেষমূলক বিজ্ঞাপন কখনওই মেনে নেওয়া যায় না।’
বিতর্কের মুখে পড়ে শেষ পর্যন্ত ফ্লিপকার্ট ক্ষমা চেয়ে নিয়েছে। জানানো হয়, ভুলবশত এই বিজ্ঞাপন শেয়ার করা হয়েছে তাদের তরফে।
আরো পড়ুন:- বর্ষাকালে কমবে বিদ্যুৎ বিল, এই কাজগুলি করলেই হবে
বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘ভুলবশত পোস্ট করা এই ভিডিয়োর জন্য আমরা ক্ষমাপ্রার্থী। ভুল বুঝতে পেরে আমরা সেটি প্রত্যাহার করে ফেলেছি। ভবিষ্যতে আমরা ভালো কিছু করার চেষ্টা করব।’
উল্লেখ্য, শুক্রবার থেকেই শুরু হয়েছে ফ্লিপকার্টের ‘বিগ বিলিয়ন ডে সেল’। আগামী ৬ অক্টোবর পর্যন্ত সুলভে হরেক রকম জিনিস কেনার সুযোগ মিলবে গ্রাহকদের।
#End
আরো খবর দেখুন :- ভারতের কোন রাজ্যে হিন্দুরা সংখ্যালঘু ? কোথায় বেশি মুসলিমরা ? দেখুন তথ্য পরিসংখ্যান
আরো খবর দেখুন :- জানেন ভারতের পূর্বনাম কি ছিল ? কিভাবে এল আর্যরা ? জানুন অজানা ইতিহাস
আরো খবর দেখুন : শরীরের বিভিন্ন অংশে ব্যাথার সমস্যায় ভুগছেন ? দ্রুত মুক্তি দেবে হোমিওপ্যাথি