Bangla News Dunia, বাপ্পাদিত্য:- রেলের টিকিট কালেক্টর (TC) পরিচয় দিয়ে টাকা হাতিয়ে গ্রেপ্তার এক মহিলা। অভিযোগ, নিজেকে রেলের টিসি পরিচয় দিয়ে প্রাক্তন এক সেনা কর্মীর কাছ থেকে টাকা আদায় করেন ওই মহিলা। অভিযোগ, এক প্রাক্তন সেনা কর্মীর দুই মেয়েকে রেলে চাকরি পাইয়ে দেবেন বলেছিলেন। বদলে প্রায় ৫ লক্ষ টাকা নেন। এও অভিযোগ, স্বামীর অসুস্থতার কারণ দেখিয়েও তিনি টাকা আদায় করেন। কিন্তু সেই টাকা ফেরত পাননি প্রাক্তন সেনাকর্মী। মেয়েরাও চাকরি পাননি। এর পরই থানায় অভিযোগ দায়ের করেন। আর্মির সাউদার্ন কমান্ড ইন্টালিজেন্স ইউনিট ও পুণে সিটি পুলিশের যৌথ অভিযানে গ্রেপ্তার হন অভিযুক্ত।
পুণের ওয়ানরির বাসিন্দা সুরেশ নায়েক সেনাবাহিনীতে ছিলেন। তিনিই গত ২৫ ডিসেম্বর ওয়ানরি থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশকে জানান, ২০২১ সালের এপ্রিল মাসে অবসর নেন তিনি। এর পর ইলেকট্রিশিয়ন হিসাবে কাজ শুরু করেন। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে তাঁর কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। এক মহিলা ফোন করে নিজেকে সঙ্গীতা পাটানে বলে পরিচয় দেন। তিনি জানান, তাঁর বাড়িতে ইলেকট্রিকের কিছু কাজ করার আছে। সেই মতো সুরেশ যান।
আরো পড়ুন:– আর নয় ওষুধ, চিকিৎসাবিজ্ঞানে এবার তাবিজেই হবে গর্ভনিরোধক ! ব্যাপারটা কি, জানুন
অভিযোগ, ওই মহিলা রেলের টিসির পরিচয়পত্র দেখান সুরেশকে। তিনি জানান, তাঁর স্বামী বিএসএফে আছেন। সুরেশ চাইলে তাঁর পরিবারের কাউকে রেলে চাকরির ব্যবস্থাও করে দেবেন বলে আশ্বাস দেন। এর পর ২০২২-এর নভেম্বরে সুরেশকে ফোন করেন ওই মহিলা। জানান, স্বামীর ব্রেন টিউমার হয়েছে, কিছু টাকা ধার দিতে। মেডিক্লেমের টাকা পেলেই তা ফিরিয়ে দেবেন বলে আশ্বাস দেন। সুরেশ ১১.৭৭ লক্ষ টাকা দেন।
এর পর ২০২৩ সালে সাড়ে ৫ লক্ষ টাকা নেন সুরেশের থেকে। অভিযোগ, তিনি বলেছিলেন, সুরেশের দুই মেয়েকে রেলে চাকরি পাইয়ে দেবেন। অভিযোগ, জয়েনিং লেটার থেকে ব্যাঙ্কের রসিদ, সবই দিয়েছিলেন সুরেশের হাতে। কিন্তু পরে দেখা যায় সবটাই ভুয়ো। পরে সুরেশ জানতে পারেন, ওই মহিলার স্বামীর ব্রেন টিউমারের কথাও মিথ্যা। এর পরই থানায় অভিযোগ দায়ের করেন।
আরো পড়ুন:– 1 লা জানুয়ারি থেকে বদলাবে গুরুত্বপূর্ণ সকল নিয়ম। সতর্ক হন সবার আগে
আরো পড়ুন:– ATM কার্ড হারিয়ে গিয়েছে? ঘরে বসেই ব্লক করতে পারবেন, কিভাবে ? জেনে নিন