স্বামী আত্মহত্যা করেছেন শুনে রাস্তাতেই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী স্ত্রী

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দাম্পত্য কলহের জেরে বাড়ি থেকে বেরিয়ে যান স্ত্রী। বেরনোর আগে বলে যান, আর ফিরবেন না। তারপরই মহিলা খবর পান, তাঁর স্বামী আত্মহত্যা করেছেন। সেই খবর আসতেই নিজেকে শেষ করে দেন ওই মহিলাও। উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের ঘটনা।

মৃতদের নাম বিজয়প্রতাপ চৌহান (৩২) ও শিবানী (২৮)। গাজ়িয়াবাদের লোনি বর্ডার এলাকায় থাকতেন তাঁরা। তাঁদের এক বছর বয়সি কন্যাসন্তানও রয়েছে। পুলিশ সূত্রে খবর, অনেক দিন ধরেই ওই দম্পতির সম্পর্কের অবনতি হচ্ছিল।

আরও পড়ুন:– বাংলাদেশের বাসিন্দাদের উপর বিপুল ট্যাক্স চাপালেন ইউনূস, বিপাকে সাধারণ মানুষ, বিস্তারিত জানুন

শুক্রবার সন্ধ্যায় সেই অশান্তি চরমে ওঠে। শিবানী গাজ়িয়াবাদের জওহর নগরের জি ব্লকের বাড়ি ছেড়ে নর্থ-ইস্ট দিল্লিতে বাপের বাড়ির পথে রওনা দেন। পুলিশ সূত্রে খবর, শিবানী বেরিয়ে যাওয়ার পরই ফোন করেন বিজয়। জানান, আর কোনও দিন তাঁর মুখ দেখতে পাবেন না।

এর কিছু পরেই বিজয়ের কাকিমা মীরা ফোন করেন শিবানীকে। জানান, বিজয় আত্মহত্যা করেছেন। ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। শিবানী তখনও রাস্তায় ছিলেন। এই ফোন পেয়েই রাস্তার ধারে একটু বিদ্যুতের খুঁটির সঙ্গে ওড়নার ফাঁস লাগিয়ে নিজেকে শেষ করে দেন শিবানীও। বিজয়ের বাড়ি থেকে ঘটনাস্থলে দূরত্ প্রায় ৮ কিলোমিটার।

গাজ়িয়াবাদ ও দিল্লি পুলিশ এক যোগে এই ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের জন্য স্বামী-স্ত্রীর দেহ পাঠানো হয়েছে। কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি বলেই জানিয়েছে পুলিশ। যে দুই জায়গা থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে, সেখানে পৌঁছেছে ফরেন্সিক টিম।

আরও পড়ুন:– উচ্চ বেতনে কলকাতা হাই কোর্টে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন

আরও পড়ুন:– বিচারের ভুলে ২৫ বছর বন্দি থাকার পর সুপ্রিম নির্দেশে মুক্তি, পড়ুন এক নিদারুন কাহিনী

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন