স্বাস্থ্য ক্ষেত্রে মাইলফলক গড়ল মোদী সরকার !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia,  Pallab : ৭০ বা তার বেশি বছর বয়সি নাগরিকদের জন্য বছরে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা। ২ মাসও হয়নি আয়ুষ্মান ভায়া বন্দনা কার্ডের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই সময়ের মধ্যেই এই কার্ডের জন্য ২৫ লক্ষ প্রবীণ নাগরিক আবেদন করেছেন।

আরো পড়ুন :- বাংলাদেশে হিন্দুদের উপর হামলা নিয়ে বিরাট মন্তব্য করলেন জমিয়ত উলামা-ই-হিন্দের সভাপতি মাদানি !

২০১৮ সালের সেপ্টেম্বরে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সূচনা করেন প্রধানমন্ত্রী মোদী। এই প্রকল্পে বছরে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমার সুযোগ যায় কোনও পরিবার। গত ২৯ অক্টোবর পরিবারের প্রবীণ সদস্যের জন্য আলাদা স্বাস্থ্যবিমার ঘোষণা করেন মোদী। তিনি জানান, কোনও পরিবারে ৭০ বছর কিংবা তার বেশি বয়সী সদস্য আলাদা করে স্বাস্থ্যবিমার সুযোগ পাবেন। তিনিও বছরে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবিমা পাবেন। এর সঙ্গে ওই পরিবারের স্বাস্থ্যবিমার কোনও সম্পর্ক নেই।

প্রবীণ নাগরিকদের আয়ুষ্মান ভায়া বন্দনা কার্ড দেওয়ার ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থা বিবেচনা করা হবে না। দেশের সমস্ত প্রবীণ নাগরিকই এই কার্ড পাবেন। তবে একই পরিবারে একজনের বেশি প্রবীণ নাগরিক থাকলে তাঁরা আলাদা আলাদা এই কার্ড পাবেন না। সেক্ষেত্রে কোনও পরিবারে যতজন ৭০ কিংবা তার বেশি বয়সী সদস্য থাকবেন, তাঁরা একটি কার্ডই পাবেন। #End

আরো পড়ুন :- ‘নতুন সূর্য উদিত হবে বাংলাদেশে’, লন্ডনে ভার্চুয়াল বক্তৃতায় বার্তা হাসিনার

আরো পড়ুন :- নতুন বছরেই নির্বাচনের ইঙ্গিত, বাংলাদেশে ইউনূসের মেয়াদ কি তবে শেষের দিকে ?

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন