স্মার্টফোন চুরি হয়ে গেলে প্রথমেই কী করা উচিত? জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- চুরি যাওয়া ফোন ব্লক করার প্রথম পদ্ধতি হল সেটি সনাক্ত করা। অ্যান্ড্রয়েডের ভিতরে থাকা Find My Device ফিচারটি ফোনের অবস্থান ট্র্যাক করতে, দূর থেকে লক করতে এবং প্রয়োজনে এর ডেটা মুছে ফেলতে সাহায্য করে। প্রথমেই যেতে হবে যে কোনও কম্পিউটার বা মোবাইল ডিভাইসের android.com/find–এ। চুরি যাওয়া ফোনের সঙ্গে লিঙ্ক করা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করতে হবে। লোকেশন অন থাকলে ফোনের অবস্থান জানা যাবে। অ্যান্ড্রয়েডের মতো, iOS-এও একটি ট্র্যাকিং সিস্টেম রয়েছে যার নাম ‘ফাইন্ড মাই আইফোন।’

আরও পড়ুন:- রায়দান স্থগিত ! ২৬ হাজার চাকরি বাতিল মামলায় কী পর্যবেক্ষণ করল সুপ্রিম কোর্ট ?

এক্ষেত্রে আইক্লাউড.com/ফাইন্ড অপশন খুলতে হবে যে কোনও কম্পিউটার বা মোবাইল ডিভাইসে। অ্যাপল আইডি এবং পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করা প্রয়োজন। ডিভাইস তালিকা থেকে ‘লস্ট মোড’–এ ক্লিক করে ফোনটি পাসওয়ার্ড দিয়ে লক করুন, লক স্ক্রিনে একটি কাস্টম বার্তা দিলে অবস্থান ট্র্যাক করা সম্ভব। ‘সিকিয়োর ডিভাইস’ নির্বাচন করে আপনার ফোনটিকে নতুন পাসওয়ার্ড দিয়ে লক করুন এবং ডিভাইসে আপনার গুগল অ্যাকাউন্ট থেকে সাইন আউট করুন।

যদি ফোনটি সনাক্ত করতে না পারেন অথবা সন্দেহ করেন যে সেটি চুরি হয়েছে, তা হলে স্থানীয় থানায় বিষয়টি নথিভুক্ত করতে হবে। লিখিত অভিযোগে ফোনের সিরিয়াল নম্বর (IMEI) এবং Find My Device থেকে যে কোনও ট্র্যাকিং তথ্য সরবরাহ করতে পারেন। আপনার ফোনের সঙ্গে লিঙ্ক করা সব অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করুন। প্রতিটি অ্যাপের ওয়েবসাইটে যান এবং অনুমোদিত ডিভাইসের তালিকা থেকে আপনার ফোনটি সরিয়ে ফেলুন। যদি আপনার ফোনে সংবেদনশীল তথ্য থাকে, তা উদ্ধার করতে না পারেন, তাহলে সেগুলি মুছতে Find My Device অথবা Find My iPhone ব্যবহার করুন।

আরও পড়ুন:- গাছটির ‘অবদান’ কী, জানাবে পরিবেশবান্ধব কলেজ, কিভাবে ? জানতে বিস্তারিত পড়ুন

আরও পড়ুন:-ট্রাম্পের ২৫% ট্যারিফের গুঁতোয় তলানিতে ঠেকল টাকার দাম, জানুন বিস্তারিত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন