স্যালাইন কাণ্ডে চাপে পশ্চিমবঙ্গ সরকার, তড়িঘড়ি নিষিদ্ধ ১৪টি ওষুধ ! দেখুন তালিকা

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : গত শুক্রবার মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রসূতি মৃত্যুর ঘটনায় তোলপাড় হয়ে গিয়েছে গোটা রাজ্য রাজনীতি। গতকাল অর্থাৎ মঙ্গলবার মুখ্যসচিব মনোজ পন্থ এর নির্দেশ অনুযায়ী মেদিনীপুর মেডিক্যাল কলেজে তদন্তের সূত্রে ঘটনাস্থলে গিয়েছিল CID-র বিশেষ প্রতিনিধিদল। জানা গিয়েছে CID এর এই বিশেষ প্রতিনিধি দলে রয়েছে ভবানী ভবনের দু’‌জন দাপুটে অফিসার। এদিকে নিম্নমানের স্যালাইন কাণ্ডের পর এবার রিঙ্গার্স ল্যাকটেট নিষিদ্ধ করল রাজ্যের স্বাস্থ্য দফতর।

আরও পড়ুন:– রাজ্যে খুব শীঘ্রই বসবে ৪ লক্ষ প্রিপেড স্মার্ট মিটার, আরও জানতে পড়ুন….

রাজ্যের স্বাস্থ্য দফতরের তরফ থেকে প্রকাশিত হল বিজ্ঞপ্তি

সূত্রের খবর গতকাল অর্থাৎ মঙ্গলবার, একটি জরুরি বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যের স্বাস্থ্য দফতর। সেখানে রাজ্যের সব মেডিক্যাল কলেজ এবং হাসপাতাল এবং সব জেলার মুখ্য মেডিক্যাল অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে যে, রিঙ্গার্স ল্যাকটেট-সহ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি ১৪টি ওষুধ আর ব্যবহার করা যাবে না। যতই হাসপাতালগুলিতে এর সঞ্চয় থাকুক না কেন কোনো ভাবেই সেই ওষুধগুলো রোগীদের শরীরে ব্যবহার করা যাবে না। যেখানে যেখানে ওই ১৪টি ওষুধ আছে, সেগুলি সঙ্গে সঙ্গে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর।

তালিকায় অসংখ্য ওষুধ!

নিষিদ্ধ হওয়া সেই ১৪ টি ওষুধের তালিকায় রয়েছে ডেক্সট্রোস ইনজেকশন ১০% (৬৫০ এমওএসএম/এল) হাইপারটোনিক, লেভোফ্লোক্সাসিন ইনফিউশন-৫ মিলিগ্রাম/১০০ এমএল, ম্যানিটল ইনফিউশন আইপি ২০%-১০০ এমএল বোতল, অফলোক্সাসিন-২০০ মিলিগ্রাম/১০০ এমএল, পেডিয়াট্রিক মেনটেনান্স ইলেক্ট্রোলাইট সলিউশন, প্যারাসিটামল ইনফিউশন-১০০০ মিলিগ্রাম/১০০ এমএল, সোডিয়াম ক্লোরাইড ইনজেকশন আইপি ০.৯ শতাংশ (নর্মাল বা ইস্টনিক স্যালাইন), ডেক্সট্রোস সলিউশন আইপি ৫% (ব্লো ফিল, সিল প্রসেস)

পাশাপাশি আরও যে সকল ওষুধগুলো বাতিল করা হয়েছে সেগুলি হল রিঙ্গার ল্যাকটেট সলিউশন আইরি ইনজেকশন (ব্লো ফিল, সিল প্রসেস), রিঙ্গার সলিউশন আইপি ইনজেকশন, সোডিয়াম ক্লোরাইড ইরিগেশন সলিউশন-৩ লিটার, সোডিয়াম ক্লোরাইড ০.৯% + ডেক্সট্রস ৫% ইনজেকশন আইপি (ব্লো ফিল, সিল প্রসেস), সোডিয়াম ক্লোরাইড ইনজেকশন ০.৪৫% ডেক্সট্রোস ৫% পলিপ্রোপেলিন বটল ইন এফএফএস টেকনোলজি, সোডিয়াম ক্লোরাইড ইনজেকশন ০.৯% নরমাল বা ইস্টনিক স্যালাইন (এনএ পজিটিভ ১৫৪ এমএমওএল/ আইসিএল ১৫৪ এমএমওএল/আই (ব্লো ফিল, সিল প্রসেস)।

আরও পড়ুন:– পোস্ট অফিসে একাধিক শূন্যপদে চাকরি। সরাসরি অনলাইনে জমা করুন আবেদন। বিস্তারিত দেখে নিন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন