Bangla News Dunia, বাপ্পাদিত্য:- শহরে রাস্তাঘাটের উন্নয়নের সুবিধা কেবল হকাররাই পাচ্ছেন বলে মনে করেন ব্যবসায়ীদের একাংশ। পুর নিগমের পক্ষ থেকে শহরের নানা এলাকায় রাস্তাঘাট চওড়া করা হচ্ছে। কিন্তু টেলিফোনের খুঁটি ও লাইট পোস্টগুলি না–সরানোর সুযোগ নিয়ে কিছু হকার ওই বাড়তি রাস্তাটুকু দখল করে নিচ্ছেন বলে অভিযোগ।
ইস্টার্ন বাইপাসের সঙ্গে সেবক রোডকে সংযুক্ত করার পরে ইসকন রোড দিয়ে প্রতিদিন প্রচুর গাড়ি চলাচল করে। ওই রাস্তায় বহুতল তৈরি হয়েছে। ফলে বহু মানুষ সেখানে বসবাসও করেন। ওইরাস্তা দিয়েই তাঁরা যাতায়াত করেন। সম্প্রতি পুরসভা শিলিগুড়ির ইসকন রোড চওড়া করেছে। কিন্তু কালভার্টগুলো পুরোনোই থেকে গিয়েছে।
তার সঙ্গে টেলিফোন এবং লাইট পোস্টগুলি পিছিয়ে না-নেওয়ায় হকাররা দোকান খুলে রাস্তা বসে পড়ছেন। ফলে দুর্ঘটনাও বাড়ছে। একই পরিস্থিতি শিলিগুড়ির লেকটাউন রোডেরও। বর্ষায় জল জমার সমস্যা দূর করতে রাস্তার একাংশে নয়া নিকাশি নালা তৈরি করা হয়। কিন্তু টেলিফোন এবং লাইট পোস্টগুলিকে আড়াল করে হকাররা রাস্তা দখল করছেন বলে অভিযোগ। শিলিগুড়ির নিবেদিতা রোডেও জবরদখলের জেরে নাকাল সাধারণ মানুষ। বিশেষ করে মার্গারেট স্কুলের সামনে থেকে চম্পাসারি মোড় পর্যন্ত জবর দখল, বেআইনি পার্কিংয়ের জেরে পথচারীদের নাভিশ্বাস ওঠার দশা।
আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?
শিলিগুড়ির প্রবীণ ব্যবসায়ী সুশীল বেরিলিয়া বলেন, ‘উন্নয়ন হচ্ছে না, এই অভিযোগ শিলিগুড়ির ক্ষেত্রে একেবারেই খাটে না। পুরসভা প্রচুর কাজ করছে। কিন্তু স্রেফ ছোট ছোট কিছু ভুলের জন্য চওড়া রাস্তা ব্যবহারের সুযোগ সাধারণ মানুষ পাচ্ছেন না। সেই সুযোগ নিচ্ছেন হকাররা।’
এলাকার ব্যবসায়ী হরিকান্ত বর্মন বলেন, ‘একতিয়াশাল রোডে প্রায় প্রতিদিন যানজট হয়। এর অন্যতম কারণ রাস্তা দখল হয়ে যাওয়া। কালভার্ট সংস্কার না-হওয়ায় হকাররা রাস্তার উপরেই পণ্য সাজিয়ে বসে পড়েছেন। আমার দোকানের সামনেই হকাররা রাস্তা দখল করে বসে রয়েছে। কোনও আপত্তিই কানে তোলে না।’
আর এক ব্যবসায়ী সুভাষ পাল বলেন, ‘দোকানের সামনে টোটো স্ট্যান্ড বানিয়ে ফেলেছে। কোনও কথাই শুনতে চায় না। ক্রেতারা দোকানে আসতে গিয়ে সমস্যায় পড়েন।’ এই ব্যাপারে শিলিগুড়ির মেয়র গৌতম দেব বলেন, ‘এ ভাবে না- দেখে মন্তব্য করতে পারব না। কোন জায়গায় সমস্যা হচ্ছে সেটা খতিয়ে দেখে মন্তব্য করব।’ জবরদখলের জেরে রাস্তা যাতে দখল হয়ে হয় সেই ব্যাপারেও পুরসভা তৎপর বলে জানিয়েছেন মেয়র।’
আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?
কী কারণে আজও অবিবাহিত পায়েল ? সিক্রেট জানলেন অবাক হবেন…https://t.co/OnLSEazndh
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
পুরুষরা সাবধান ! ভুল অন্তর্বাসেই যৌনতায় পড়বে ভাটা, জেনে নিন বিশেষজ্ঞদের মতhttps://t.co/ubWQD3IyIV
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
এক ছোঁয়াতেই বন্ধ হয় দরজা ! জানেন, শোভন-বৈশাখী কত লক্ষ টাকার গাড়ি চড়েন ?https://t.co/Ju9zwaum88
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024