হকির বিশ্বকাপে শক্ত গ্রুপে ভারত ! দেখুন কোন কোন দল ভারতের গ্রুপে

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব : ২০২৩ হকি বিশ্বকাপ ভারতের মাটিতে। ভুবনেশ্বর এবং রৌরকেল্লায় হবে ম্যাচ গুলি। আয়োজক ভারত পুল ডি-তে রয়েছে। ভারতের গ্রুপে রয়েছে শক্তিশালী ইংল্যান্ডও। পুল এ-তে রয়েছে বিশ্ব ক্রমতালিকায় এক নম্বর দল অস্ট্রেলিয়া। ২০১৮ বিশ্বকাপে ব্রোঞ্জ পেয়েছিল তারা। একই গ্রুপে ২০১৬ অলিম্পিক চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রয়েছে ফ্রান্স এবং দক্ষিণ আফ্রিকা। ইউরোপের দুই দলের সঙ্গে রয়েছে ভারত। ভারত কি কঠিন গ্রুপে পড়ল ?

আরো পড়ুন :- নতুন প্রজন্মের নেতা তৈরি করতে তৎপর মোদী ! তৈরি হচ্ছে নয়া ফর্মুলা

পুল সি-তে রয়েছে গত বারের ফাইনালিস্ট নেদারল্যান্ডস। একই গ্রুপে নিউজিল্যান্ড এবং মালয়েশিয়া। হকি বিশ্বকাপে অভিষেক হতে চলেছে চিলির। তারা রয়েছে পুল সি-তে। পুল ডি-তে আয়োজক ভারত (৫) বিশ্ব ক্রমতালিকায় সবচেয়ে এগিয়ে থাকা দল। সঙ্গে রয়েছে ইংল্যান্ড। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারত-ইংল্যান্ড ম্যাচটি রুদ্ধশ্বাস হয়। এ ছাড়াও গ্রুপে রয়েছে দু-বারের রানার্স স্পেন এবং ওয়েলস।

আগামী বছর ১৩-২৯ জানুয়ারি পুরুষদের হকি বিশ্বকাপ। আন্তর্জাতিক হকি সংস্থার ভার প্রাপ্ত সভাপতি সইফ আহমেদ বলেন, ‘বিশ্বের সেরা দলগুলিকে টুর্নামেন্টে দেখার অপেক্ষায় রয়েছি। অবিশ্বাস্য একটা প্রতিযোগিতা অপেক্ষা করছে।’

আরো পড়ুন :- বাংলায় ৭৩৪ কোটির বিনিয়োগ মোদী সরকারের

পুরুষদের হকি বিশ্বকাপ ২০২৩

পুল এ : অস্ট্রেলিয়া, আর্জেন্টিনা, ফ্রান্স, দক্ষিণ আফ্রিকা

পুল বি : বেলজিয়াম, জার্মানি, কোরিয়া, জাপান

পুল সি : নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, চিলি

পুল ডি : ভারত, ইংল্যান্ড, স্পেন, ওয়েলস

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

আরো পড়ুন :- BIG NEWS : পাকিস্তানের উপর সোশ্যাল মিডিয়া STRICK করলো ভারত !

আরো পড়ুন :- পাকিস্তানে হামলা চালাল আফগান তালিবান, নিহত ৬, আহত ১৭

আরো পড়ুন :- ডিসেম্বর ছেড়ে এ বার জানুয়ারির-হুমকি শুভেন্দুর !

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন