Bangla News Dunia , Pallab : সাতসকালে কেঁপে উঠল দক্ষিণী শহর তেলেঙ্গানা ৷ বুধবার ভূমিকম্পে কেঁপে উঠল তেলেঙ্গানার মুলুগু এলাকা ৷ ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির রিপোর্ট অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল 5.3 ম্যাগনিটিউড ৷
আরো পড়ুন :- ভারত-চিন সীমান্তের পরিস্থিতি এখন কী অবস্থায়? লোকসভায় জানালেন বিদেশমন্ত্রী
উল্লেখ্য, হায়দরাবাদ থেকে 219 কিলোমিটার দূরে অবস্থিত মুলুগু ৷ সূত্রের খবর, কম্পনের মাত্রা বেশি থাকায় হায়দরাবাদেও কম্পন অনুভূত হয় ৷ সকাল সকাল ভূমিকম্পের ঘটনায় রীতিমতো আতঙ্কিত স্থানীয়রা ৷ প্রাণের ভয়ে ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে পড়েন তারা ৷ তবে এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি ৷ প্রশাসনের তরফে গোটা পরিস্থিতির উপর নজর রাখা হয়েছে ৷
ইন্ডিয়ান সিসমোলজি সেন্টারের তথ্য অনুযায়ী, এদিনের ভূমিকম্পের উৎসস্থল হল ইতুরঙ্গরাম এলাকার বনাঞ্চল ৷ তবে মার্কিন জিয়োলজিক্যাল সার্ভের তথ্য বলছে, গোদাবরী নদী তীরবর্তী অঞ্চল এই কম্পনের উৎসস্থল ৷ প্রশাসনিক তথ্য অনুযায়ী, খাম্মামের পূর্বের কোঠাগুদেম, মানুগুরু, ভদ্রচলম, চরলা, চিন্তকানি এবং নাগুলাভাঞ্চা এলাকায় কম্পন অনুভূত হয় ৷ এছাড়া, অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া ও জগ্গপেটেও কম্পন অনুভূত হয় ৷ #Short News
আরো পড়ুন :- সংসদে মোদী সরকারের পাশে দাঁড়াল তৃণমূল !