Bangla News Dunia , পল্লব : হঠাৎ ভোটের দিন পরিবর্তন। নির্বাচন কমিশন কী কারণে পূর্ব ঘোষিত ভোটের দিন পিছিয়ে দিয়েছে তা নিয়ে তীব্র রাজনৈতিক শোরগোল ত্রিপুরায়। প্রেস বিজ্ঞপ্তিতে কমিশনের তরফে জানানো হয়েছে আগামী ১৬ ফেব্রুয়ারি রাজ্যে যে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা ছিল সেটি হবে ২৭ ফেব্রুয়ারি।
আরো পড়ুন :- আসলে কে ছিলেন গুমনামি বাবা ? রহস্যের অন্তরালে
নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে ত্রিপুরায় ২৭ ফেব্রুয়ারি, মেঘালয়ে ১৬ ফেব্রুয়ারি এবং নাগাল্যান্ডে ২৭ ফেব্রুয়ারি ভোটের দিন ঠিক করা হয়েছে। শুক্রবার ত্রিপুরায় বাম জোটের তরফে প্রার্থীদের মনোনয়ন দাখিল শুরু হয়। একের পর এক কেন্দ্রের প্রার্থীরা বিশাল মিছিল করে মনোনয়ন দাখিল করেন। বামফ্রন্ট ছাড়া শুক্রবার সকাল পর্যন্ত আর বিধানসভায় প্রতিনিধির থাকা কোনও দলের প্রার্থী ঘোষণা হয়নি। BJP, কংগ্রেসের প্রার্থী নিয়ে তুমুল টানাপোড়েন চলছে।
আরো পড়ুন :- নতুন প্রজন্মের নেতা তৈরি করতে তৎপর মোদী ! তৈরি হচ্ছে নয়া ফর্মুলা
ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ড বিধানসভার নির্বাচন নিয়ে কেন্দ্রের শাসক দল BJP-র অন্দরে চর্চা কঠিন লড়াই। দলটির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা ত্রিপুরার বিধানসভা ভোটকে আলাদা করে দেখে দলীয় কর্মীদের কাছে কঠিন লড়াইয়ের বার্তা দিয়েছেন। এ রাজ্যে শাসক দল হলেও প্রার্থী বাছতে হিমশিম খাচ্ছে BJP। জোট শরিক উপজাতি দল IPFT নিশ্চিহ্ন। বহু চেষ্টা করেও টিপ্রা মথার সাথে নতুন জোট গড়তে গিয়ে ব্যর্থ হয়েছেন BJP কেন্দ্রীয় নেতৃত্ব।
এই পরিস্থিতিতে BJP-র প্রার্থী কই প্রশ্নে রাজনৈতিক মহলে শোরগোল। রাজ্য BJP-র নেতারা দিল্লিতে গিয়ে যখন প্রার্থী নিয়ে টানাহেঁচড়া করছেন তার মাঝে নির্বাচন কমিশনের তরফে ভোটের দিন পিছিয়ে দেওয়া হল। কেন এমন তার কোনও ব্যাখ্যা নেই। তবে বিরোধীদের কটাক্ষ, প্রার্থী না পেয়ে BJP-র অঙ্গুলি হেলনে এমন হয়েছে।
আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল
আরো পড়ুন :- BIG NEWS : শুভেন্দুকে তীব্র আক্রমণ মমতার হেভিওয়েট মন্ত্রীর