হতাশার মধ্যেও আশার আলো দেখিয়েছে, ট্রেডিং করলে এ সপ্তাহে নজর রাখুন এই তিন স্টকে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মার্কিন প্রেসিডেন্টের শপথগ্রহণ, আন্তর্জাতিক বাজারে তেলের দাম বৃদ্ধির মতো একাধিক ফ্যাক্টরের প্রভাব গত সপ্তাহে পড়েছে দেশের শেয়ার বাজারে। যদিও পাঁচ ট্রেডিং সেশনের মধ্যে টানা তিন সেশনে পজ়িটিভ ছিল স্টক এক্সচেঞ্জের সূচক। সপ্তাহের প্রথম ও শেষ ট্রেডিং সেশনে পতনের জেরে সামগ্রিক ভাবে নেগেটিভে রয়েছে সেনসেক্স ও নিফটি৫০। গত সপ্তাহে সেনসেক্স ১২১ পয়েন্ট কমে হয়েছে ৭৬ হাজার ৬১৯। নিফটি ৫৩ পয়েন্ট কমে হয়েছে ২৩ হাজার ২০৩। সোমবার দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের শপথ দেশের শেয়ার বাজারে কী রকম প্রভাব ফেলবে তা নিয়ে মতানৈক্য রয়েছে বাজার বিশেষজ্ঞদের মধ্যে। কিন্তু পরিস্থিতিতে আগামী সপ্তাহে কোন কোন স্টকে নজর রাখবেন দেখে নিন।

কোল ইন্ডিয়া লিমিটেড: গত সপ্তাহে এই রাষ্ট্রায়ত্ত সংস্থার স্টক পারফরম্যান্স চমকে দিয়েছে লগ্নিকারীদের। সেনসেক্স, নিফটির পতনের মধ্যেও গোটা সপ্তাহে ৬ শতাংশের বেশি বেড়েছে এই স্টকের দাম। এর মধ্যে গত শুক্রবারই ২.৫২ শতাংশ বেড়ে এই শেয়ারের দাম হয়েছে ৩৮৮ টাকা। এ সপ্তাহেও কোল ইন্ডিয়ার উত্থানের ধারা বজায় রাখার আশা রাখছেন বিশেষজ্ঞরা। এর টার্গেট প্রাইস ৪৩০ টাকা এবং স্টপলস ৩৬৮ টাকা।

আরও পড়ুন:– রায়দানের পর কী প্রতিক্রিয়া সিপিএম, বিজেপির?

টাটা স্টিল: টাটাগোষ্ঠীর এই সংস্থার স্টকেও এ সপ্তাহে নজর রাখতে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। গত সপ্তাহের শুক্রবার ১.৮৩ শতাংশ বেড়ে এই সংস্থার শেয়ার দর পৌঁছে গিয়েছে ১৩০ টাকায়। গত সপ্তাহে প্রায় সাড়ে তিন শতাংশ বেড়েছে এই স্টকের দাম। এই স্টকে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রয়েছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। সে জন্যই এই স্টকে নজর রাখতে বলছেন তাঁরা। এর টার্গেট প্রাইস ১৪৬ টাকা এবং স্টপলস ১২২ টাকা।

বিএসই লিমিটেড: বম্বে স্টক এক্সচেঞ্জে লিমিটেডের স্টকের বিনিয়োগ করতে পারেন এ সপ্তাহে। গত সপ্তাহে প্রায় সাড়ে ১৫ শতাংশ বেড়েছে এই সংস্থার স্টকের দাম। এই স্টকের দাম এখন ৫ হাজার ৯৯৯ টাকা। এর টার্গেট প্রাইস ৬ হাজার ৬৫০ টাকা এবং স্টপলস ৫ হাজার ৬৯০ টাকা।

(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন