হত্যাকারীর প্রেমে পাগল আমেরিকা, লাফিয়ে বাড়ছে ফলোয়ার্স, কিন্তু কেন? জানতে পড়ুন…..

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- গত সপ্তাহে আমেরিকায় নিউইয়র্ক শহরে প্রকাশ্য রাস্তায় গুলি করে হত্যা করা হয়েছিল ‘ইউনাইটেড হেলথকেয়ার’ সংস্থার সিইও ব্রায়ান থম্পসনকে। এই হত্যাকাণ্ড নিয়ে এখন উত্তাল আমেরিকা। এই ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে লুইজি ম্যাঙ্গিওন নামে জনৈক ব্যক্তিকে। গ্রেপ্তারের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাবে বেড়েছে তাঁর জনপ্রিয়তা। বহু মানুষ তাঁর সম্পর্কে জানতে চাইছেন। পাল্লা দিয়ে বাড়ছে তাঁর বিভিন্ন সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের ফলোয়ার সংখ্যা।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে যেমন মাত্র কয়েকদিন আগেও তাঁর ফলোয়ার ছিল মাত্র ৮২৯ জন। গ্রেপ্তারির পর তা বেড়ে দাঁড়িয়েছে ৩ লক্ষে। একই ভাবে ইনস্টাগ্রামের ফলোয়ার সংখ্যা ৯৭৫ জন থেকে বেড়ে হয়েছে কয়েক লক্ষ। শুধু যে ফলোয়ার বাড়ছে তা নয়, এই নতুন অনুগামীদের অনেকেই কমেন্ট সেকশনে কমেন্ট করে যাচ্ছেন। এই হত্যাকাণ্ডের পরও তারা ম্যাঙ্গিওনের পাশে দাঁড়িয়েছেন। তাঁর প্রতি সমর্থন প্রকাশ করেছেন। কেউ কেউ বলেছেন, বৃহত্তর স্বার্থে তিনি আত্মবলিদান দিলেন। এমনকী, কেউ কেউ প্রকাশ্যেই তাঁকে প্রেমের প্রস্তাবও দিয়েছেন। অনেকেই তাঁর মুক্তির দাবি করেছেন। তাঁর আইনি লড়াইয়ের জন্য তহবিল সংগ্রহ করার উদ্যোগও নেওয়া হয়েছে। তবে, সোমবার রাতেই লুইগি ম্যাঙ্গিওনের এক্স অ্যাকাউন্ট স্থগিত করা হয়েছে।

২৬ বছরের ম্যাঙ্গিওনকে গ্রেপ্তার করা হয়েছে পেনসিলভেনিয়ার আলটুনা থেকে। ম্যাকডোনাল্ডস-এর একজন স্টাফ মার্কিন পুলিশকে ফোন করে জানিয়েছিলেন, এক সন্দেহভাজন ব্যক্তি তাদের রেস্তোরাঁয় দুপুরের খাবার খাচ্ছেন। এর পরই লুইজি ম্যাঙ্গিওনকে আটক করা হয় এবং বিশদ তদন্তের জন্য হেফাজতে নেওয়া হয়। তাঁর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র পেয়েছে পুলিশ। পুলিশের মতে, সেটিই হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছিল। তাঁর কাছ থেকে একটি ধনতন্ত্র বিরোধী ইস্তেহারও পাওয়া গিয়েছে। তাতে স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে শিল্পপতিরা কী ভাবে লাভের অঙ্ক কষেন, তাও রয়েছে সেই ইস্তেহারে। তদন্তকারীদের মতে, এটাই সম্ভবত হত্যার মূল কারণ। এ ছাড়া একটি ভুয়ো আইকার্ড, বন্দুকের সাপ্রেসর এবং হত্যাকারীর মতো জামাকাপড় উদ্ধার করা হয়েছে ম্যাঙ্গিওনের কাছ থেকে।

ম্যাঙ্গিওন আইভি লিগের প্রাক্তন ছাত্র। তাঁর ঘনিষ্ঠদের দাবি, তিনি অত্যন্ত ভালো ছাত্র ছিলেন। দর্শন, সাইকোলজি, বিবর্তন তত্ত্ব নিয়ে আলোচনা করতে ভালোবাসেন তিনি। তবে, গত কয়েক মাস ধরে তাঁর পিঠে একটা ব্যথা শুরু হয়েছিল। মেরুদণ্ডে কিছু সমস্যা দেখা দিয়েছিল। যার জেরে, সার্ফিংয়ের মতো তাঁর বেশ কিছু ভালোবাসার বিষয় ত্যাগ করতে হয়েছিল তাঁকে।

প্রশ্ন হল একজন হত্যাকারীকে কেন্দ্র করে কেন এত মানুষের আগ্রহ? কেন তাঁর প্রতি এত মানুষের সমর্থন? আসলে এই হত্যাকাণ্ড বহু মানুষকে মনে করিয়ে দিয়েছে ‘জোকার’ সিনেমার এক সংলাপ, ‘হোয়াট ডু ইউ গেট হোয়েন ইউ ক্রস আ মেন্টালি ইল লোনার উইদ আ সোশাইটি হু অ্যাবানডনস হিম অ্যান্ড ট্রিট হিম লাইক ট্র্যাশ? ইউ গেট হোয়াট ইউ ডিজ়ার্ভ।’ (“যাকে সমাজ ত্যাগ করেছে এবং যার সঙ্গে আবর্জনার মতো ব্যবহার করেছে, এমন কোনও মানসিকভাবে অসুস্থ একাকী মানুষের সঙ্গে সাক্ষাৎ হয় যখন, তখন আপনি কী পান? আপনি সেটাই পান, যা আপনার প্রাপ্য।)

ব্রায়ান থম্পসন, ইউনাইটেড হেলথকেয়ারের সিইও হওয়ার পর থেকে স্বাস্থ্য বিমার বিভিন্ন সুযোগ সুবিধা কমিয়ে দিয়েছিলেন বলে অভিযোগ। বিমা থাকা সত্ত্বেও আমেরিকায় প্রতিদিন বহু মানুষ বিল পরিশোধ করতে না পারার কারণে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। বহু মানুষের চোখে স্বাস্থ্য পরিষেবা শিল্প এক শোষণ যন্ত্রে পরিণত হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থার এই হালে তারা হতাশ। সিইও হিসাবে থম্পসন, এই হতাশার অন্যতম জন্মদাতা বলে মনে করছেন বহু মানুষ। তাই তাঁর মৃত্যু কারও মনে কোনও গভীর প্রভাব ফেলেনি। বরং আম আমেরিকান মনে করছে, এটা ‘পোয়েটিক জাস্টিস’।

আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন