Bangla News Dunia, দীনেশ : আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে জিরো পয়েন্টের দেড়শো গজের মধ্যে ভারতকে কাঁটাতারের বেড়া দিতে দেওয়া হবে না। এনিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল বাংলাদেশ (Bangladesh)। একই সঙ্গে ভারতের সঙ্গে এযাবত হয়ে আসা ‘অসম’ সীমান্তচুক্তি বাতিলের পক্ষে সওয়াল করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরি। এদিন বাংলাদেশে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে বাংলাদেশ নিজেদের অবস্থান স্প্ষ্ট করেছে। প্রায় ৪৫ মিনিট ধরে প্রণয় শর্মার সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র সচিব মুহাম্মদ জসীমউদ্দিন। পরে প্রণয় ভার্মা জানান, সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে দুই দেশের মধ্যে সমন্বয় রয়েছে। অপরাধ দমনে র ক্ষেত্রে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী নিজেদের মধ্যে পারষ্পরিক সহযোগিতারম মাধ্যমে কাজ করবে।
আরো পড়ুন :- সপ্তাহ জুড়ে শুধুই ধস, হুড়মুড়িয়ে দাম কমেছে ১৭৬ স্মল ক্যাপ স্টকের, এই অবস্থায় লগ্নিকারীরা কি করবেন জেনে নিন
আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত
ভারত বাংলাদেশের মধ্যে বিএসএফের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে ২২১৭ দীর্ঘ সীমান্তের অনেক জায়গায় এখন কাঁটাতার নেই। দক্ষিণবঙ্গে ৫৩৮ কিলোমিটার এলাকায় কোনও কাঁটাতার নেই। উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে ৩৭৫ কিলোমিটার এলাকা কাঁটাতার বিহীন। এছাড়াও কোচবিহারে ভারত বাংলাদেশ সীমান্তের একটা অংশ প্রহরা দেয় বিএসএফের গুয়াহাটি ফ্রন্টিয়ার। তাঁদের অধীনে ১৭৭ কিমি সীমান্ত রয়েছে। যার ৫০ কিলোমিটার কাঁটাতারহীন। সব মিলিয়ে বাংলায় অরক্ষিত সীমান্ত ৯৬৩ কিলোমিটার। এর কিছু অংশে সম্প্রতি ভারত কাঁটাতার বসানোর কাজ শুরু করলে বাধা দেয় বিজিবি। এর মধ্যে রয়েছে মালদার বৈষ্ণবনগর, বালুরঘাটের শিবনগর, কোচবিহারের মেখলিগঞ্জ এলাকা। আপাতত সবজায়গায় কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ বন্ধ রয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিএসএফের সঙ্গে বিজিবির যোগাযোগ হচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কেও এ বিষয়ে ইতিমধ্যে জানানো হয়েছে। তারা কূটনৈতিকভাবে এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেবে।’
আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025