হাওড়া ও শিয়ালদহ লাইনে কতদিন বন্ধ থাকবে মেট্রো? জানিয়ে দিলেন কর্তৃপক্ষ

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- প্রায় দেড় মাস গ্রিন লাইনে মেট্রো পরিষেবা বন্ধ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল।  ৮ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত কলকাতা মেট্রোর গ্রিন লাইনে পুরোপুরি মেট্রো চলাচল বন্ধ রাখার প্রস্তাব দিয়েছিল কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল)। কিন্তু দেড় মাস নয়, ফেব্রুয়ারি মাসে আটদিন সম্পূর্ণ বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইনের পরিষেবা। মেট্রো রেলের তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেখানে বলা হয়েছে ১৩ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি এবং ২০ ফেব্রুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে গ্রিন লাইনের মেট্রো পরিষেবা।

আরও পড়ুন:- ‘গালভর্তি লিপস্টিকের দাগ’, উদিতের চুম্বন বিতর্কের মাঝেই নিজের গল্প ভাগ অভিজিতের

ইতিমধ্যেই এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ স্টেশনের মধ্যে টানেল তৈরির কাজ সম্পন্ন হয়েছে। এই কাজ সম্পূর্ণ  করার জন্য গত ৫ বছর ধরে রীতিমতো নাজেহাল হতে হয়েছিল নির্মাণকারী সংস্থাকে। সেই কাজ সম্পূর্ণ হওয়ার পরে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা বাকি। আর সেই কারণেই ১৩ থেকে ১৬ ফেব্রুয়ারি চার দিন এবং ২০ থেকে ২৩ ফেব্রুয়ারি আরও ৪ দিন বন্ধ থাকবে ইস্ট-ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইনে পরিষেবা। এর মধ্যে ১৫ এবং ১৬ তারিখ ও ২২ এবং ২৩ তারিখ যথাক্রমে শনি ও রবিবার পড়ছে।

মেট্রো রেল সূত্রে খবর, এই সময়ে সম্পূর্ণ গ্রিন লাইনে অর্থাৎ হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত ‘কমিউনিকেশন বেসড ট্রেন কন্ট্রোল’ (সিবিটিসি) সিস্টেম পরীক্ষা করে দেখা হবে। উল্লেখ্য, এই লাইন চালু হলে মেট্রোয় করে হাওড়া ময়দান থেকে মাত্র আধ ঘণ্টায় পৌঁছে যাওয়া যাবে  ১৬ কিলোমিটার দূরের সল্টলেক সেক্টর–ফাইভে। ফলে উপকৃত হতে চলেছেন বহু মানুষ। তবে পরীক্ষা-নিরিক্ষার জন্য মোট আটদিন গ্রিন লাইনে মেট্রো পরিষেবা বন্ধ রাখার ফলে সমস্যায় পড়তে পারেন বহু মানুষ। তবে সেই সময়ে বইমেলা শেষ হয়ে যাচ্ছে। ফলে তা বইপ্রেমীদের জন্য কিছুটা স্বস্তির খবর। কিন্তু ওই সময়ে চলবে মাধ্যমিক পরীক্ষা। ফলে পরীক্ষার্থীরা সমস্যায় পড়তে পারেন।

আরও পড়ুন:- BHEL সংস্থায় নতুন করে প্রচুর কর্মী নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

আরও পড়ুন:- আর ভয় নেই ক্যানসারে ! রইল বিশিষ্ট চিকিৎসকের মতামত

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন