Bangla News Dunia , Pallab : রেল যাত্রীদের সমস্যা যেন শেষ হওয়ারই নাম নিচ্ছে না। প্রতি মাসেই কিছু না কিছু লেগেই রয়েছে। আর যার মাশুল গুনতে হচ্ছে সাধারণ রেল যাত্রীদের। এতে করে স্বাভাবিকভাবেই বিরক্ত সকলের। যেমন পূর্ব রেলের হাওড়া ডিভিশনে উড়ালপুল নির্মাণের জন্য শনিবার থেকে ১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন ৩০ জোড়া ট্রেন বাতিল করার কথা ঘোষণা করায় যাত্রীদের যাতায়াত করতে অসুবিধা হবে। মূলত বেনারস সেতুর কাজ হবে বলে এই ট্রেন বাতিলের ঘোষণা করা হয়েছে। যদিও রেলের তরফে আশ্বাস দেওয়া হয়েছে, যাত্রীদের সাময়িক সমস্যা হলেও আগামী দিনে সকলের যাত্রা একদম মাখনের সমান হয়ে যাবে।
আরো পড়ুন :- মেয়েদের ‘ফুলের মতো’ বললেন খামেনেই ! হিজাব বিতর্কের মাঝে অন্য ছবি ইরানে?
বড় দাবি পূর্ব রেলের
পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, বেনারস সেতু সংস্করণ করা খুবই জরুরি হয়ে পড়েছে। ১৯০৩ সালে তৈরি হয়েছে। বর্তমানে যাত্রী সংখ্যা এবং টেনের সংখ্যা দুই-ই বেড়েছে। রেলের বক্তব্য, এর ফলে রেললাইন সম্প্রসারণ প্রয়োজন হয়ে পড়েছে। কিন্তু পুরনো সেতু না-সরালে তা সম্ভব হচ্ছে না। ওই কাজের জন্যই ২০১০ সালে ৬৫ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল সেতু নতুন করে নির্মাণ এবং রেললাইন সম্প্রসারণের জন্য। তা-ই এখন শুরু হয়েছে। তা ২০২৫ সালের মার্চের মধ্যে সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন হাওড়ার ডিআরএম সঞ্জীব কুমার। তবে এই কাজ শেষ হলে সকলের যাতায়াতের ক্ষেত্রে আরও সুবিধা বাড়বে।
সবথেকে বড় কথা, শনিবার থেকেই পাওয়ার ব্লক নিয়ে কাজ শুরু হবে। যার জন্য ব্যাহত হবে ট্রেন পরিষেবা। এর জেরে মাত্র দুই মাস মতো কষ্ট হবে যাত্রীদের, তারপর আর কোনো সমস্যা হবে না।
বাতিল থাকবে বহু ট্রেন
পূর্ব রেলের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, হাওড়া ও লিলুয়া স্টেশনের মধ্যে পুরনো বেনারস রোড ওভারব্রিজের পরিবর্তে অত্যাধুনিক বো স্ট্রিং গার্ডার ব্রিজ তৈরি করা হবে। ফলে বহু ট্রেন বাতিল, ডাইভারশন এবং পুনর্নির্ধারণ করা হবে। এই বিষয়ে হাওড়া ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) সঞ্জীব কুমার জানিয়েছেন, ১৫ জোড়া হাওড়া-ব্যান্ডেল-হাওড়া লোকাল, ১১ জোড়া হাওড়া-শেওড়া-শেওড়া লোকাল, ২ জোড়া হাওড়া-বেলুড় মঠ-হাওড়া লোকাল এবং ২ জোড়া হাওড়া-শ্রীরামপুর-হাওড়া লোকাল।
এই সময়ের মধ্যে বেশ কয়েকটি এক্সপ্রেস ট্রেনের চলাচল নিয়ন্ত্রণ করা হবে, যার ফলে তাদের গন্তব্যে পৌঁছাতে ২০ মিনিট থেকে এক ঘন্টা বিলম্ব হবে। এই ট্রেনগুলির মধ্যে রয়েছে ১২৩৭০ দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস, ১২৩২৮ দেরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস, ১৫২৭২ মুজফফরপুর-হাওড়া জনসাধারণ এক্সপ্রেস, ১৩০৩০ মোকামা-হাওড়া এক্সপ্রেস এবং রক্সৌল-হাওড়া মিথিলা এক্সপ্রেস। আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত উড়ালপুল নির্মাণকালে আরও কয়েকটি যাত্রীবাহী ট্রেনের সময়সূচি পরিবর্তন বা ঘুরিয়ে দেওয়া হবে। #End
আরো পড়ুন :- কল্যাণী AIIMS কর্মী নিয়োগ হচ্ছে, মাসিক বেতন ৩০ হাজার টাকা