হাওড়া শাখায় ১ মাসের বেশি বাতিল বহু লোকাল, ভোগান্তি এড়াতে দেখে নিন তালিকা

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

train

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- হাওড়া স্টেশনের থেকে কিছুটা দূরে উড়ালপুল তৈরির কাজ চলবে। আর সেই জন্য আগামী ৪২ দিন ট্রেন পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে হাওড়া-ব্যান্ডেল শাখায়। একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে এক মাসের বেশি সময় ধরে। কাল, শনিবার থেকেই শুরু হবে ট্রেন চলাচলে নিয়ন্ত্রণ। যা চলবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত।

হাওড়া-ব্যান্ডেল শাখায় ১৫টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। এর মধ্যে রয়েছো ৫ জোড়া শেওড়াফুলি লোকাল, এক জোড়া বেলুড় মঠ লোকাল এবং এক জোড়া শ্রীরামপুর লোকাল। ২১ ডিসেম্বর থেকে এগুলি বাতিল করা হবে এবং ২২ জানুয়ারি তা স্বাভাবিক হবে।

হাওড়া থেকে কোন কোন ট্রেনগুলির পথ পরিবর্তন করা হবে?

০৩০৫১ আপ হাওড়া-বর্ধমান মেমু স্পেশাল ২৩ ডিসেম্বর থেকে ২৮ ডিসেম্বর আপ হাওড়া-বর্ধমান কর্ড লাইন হয়ে চলবে।

আরো পড়ুন:- এ বার টোটোয় কিউআর কোড, কী সুবিধা পাবেন যাত্রীরা? জেনে নিন

বেশ কিছু ট্রেন নির্ধারিত সময়ের বেশ কিছুক্ষণ পরে ছাড়বে। ২৪, ২৫, ২৬ ও ২৮ ডিসেম্বর ১২৩৭০ ডাউন দেরাদুন-হাওড়া কুম্ভ এক্সপ্রেস ৫০ মিনিট, ১২৩২৮ ডাউন দেরাদুন-হাওড়া উপাসনা এক্সপ্রেস ২৩ ও ২৭ ডিসেম্বর ৫০ মিনিট , ১৫২৭২ ডাউন মুজাফ্ফরপুর- হাওড়া জনসাধারণ এক্সপ্রেস ২৫ ডিসেম্বর ১ ঘণ্টা, ১৫২৩৬ ডাউন দ্বারভাঙা-হাওড়া উইকলি এক্সপ্রেস ২৮ ডিসেম্বর ১ ঘণ্টা, ১৩০৩০ ডাউন মোকামা-হাওড়া এক্সপ্রেস ২৩ থেকে ২৮ ডিসেম্বর ২৫ মিনিট, ০৩০০৪ ডাউন আজিমগঞ্জ-হাওড়া প্যাসেঞ্জার স্পেশাল ২৩ থেকে ২৮ ডিসেম্বর ১০ মিনিট, ১৩০২৪ ডাউন গয়া -হাওড়া এক্সপ্রেস ২৩ থেকে ২৮ ডিসেম্বর ৩০ মিনিট, ১৩০২২ ডাউন রক্সৌল – হাওড়া মিথিলা এক্সপ্রেস ২৩ থেকে ২৮ ডিসেম্বর ১০ মিনিট পরে ছাড়বে।

সময়সূচি পরিবর্তন হচ্ছে কোন কোন ট্রেনের?

০৩০৫১ আপ হাওড়া – বর্ধমান মেমু স্পেশাল ট্রেন ভোর ৩টে ৩০ মিনিটে ছাড়বে। ১২৩৭০ ডাউন দেরাদুন – হাওড়া কুম্ভ এক্সপ্রেস ২৯, ৩১ ডিসেম্বর, ১, ২, ৪, ৫, ৭, ৮, ৯, ১১, ১২, ১৪, ১৫, ১৬, ১৮, ১৯, ২১, ২২, ২৩, ১৫, ২৬, ১৮, ২৯, ৩০ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি ৫০ মিনিট নিয়ন্ত্রিত হবে। ১২৩২৮ ডাউন দেরাদুন- হাওড়া উপাসনা এক্সপ্রেস ৩০ ডিসেম্বর, ৩, ৬, ১০, ১৩, ১৭, ২০, ২৪, ২৭ ও ৩১ জানুয়ারি ৫০ মিনিট নিয়ন্ত্রিত হবে। ১৫২৭২ ডাউন মুজাফ্ফরপুর – হাওড়া জনসাধারণ এক্সপ্রেস ১, ৮, ১৫, ২২, ২৯ জানুয়ারি ১ ঘণ্টা নিয়ন্ত্রিত হবে। ১৩০৩০ ডাউন মোকামা-হাওড়া এক্সপ্রেস ২৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি ২৫ মিনিট নিয়ন্ত্রিত হবে। ০৩০০৪ ডাউন আজিমগঞ্জ -হাওড়া প্যাসেঞ্জার স্পেশাল ২৯ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি ১০ মিনিট নিয়ন্ত্রিত হবে। ১৩০২৪ ডাউন গয়া – হাওড়া এক্সপ্রেস ২৯ ডিসেম্বর থেকে ১জানুয়ারি ৩০ মিনিট নিয়ন্ত্রিত হবে।

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন