হাতে ১৫ দিন সময়, e-KYC না করলে আর মিলবে না ফ্রি রেশন ! কড়া বিজ্ঞপ্তি সরকারের

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : রেশন কার্ড নিয়ে নেওয়া হয়েছে বড় সিদ্ধান্ত। জনসাধারণের জন্য দেওয়া হয়েছে নির্দেশ। নির্দেশ অনুযায়ী কাজ না করলে বন্ধ হয়ে যেতে পারে বিনামূল্যে রেশন পাওয়ার পথ। আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০২৫-এর মধ্যে সম্পন্ন করতে হবে রেশন কার্ডের e-KYC, এই কাজ না করলেই বন্ধ হয়ে যেতে পারে রেশন পাওয়ার পথ, এমনটাই ঘোষণা করেছে উত্তর প্রদেশ সরকার। 

আরও পড়ুন:– নিষিদ্ধ ঘোষণা ! রাজ্যে 17টা ওষুধ উৎপাদন বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্যভবন, দেখে নিন তালিকা

রেশন পেতে আজই করুন এই কাজ

রেশন যোগ্য ব্যক্তির হাতেই যাচ্ছে কি না, সে ব্যাপারে প্রশ্ন উঠতে শুরু করেছিল। সাধারণত আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের সাহায্য করার জন্য বিনামূল্যে রেশন দেওয়ার উদ্যোগ শুরু করেছিল সরকার। সঠিক উপভোক্তার হাতে রেশন পৌঁছাচ্ছে কি না, সেটা বোঝার উপায় পরিচয় যাচাই। সেটা করার জন্যই এই e-KYC প্রক্রিয়া। এই কাজের জন্য দরকার আধার কার্ড। বায়োমেট্রিক বা OTP ভিত্তিক যাচাইকরণ করে উপভোক্তার পরিচয় যাচাই করা হবে। আধার কার্ড ছাড়াও অন্যান্য তথ্য পত্র দরকার পড়তে পারে। পরিবারের সদস্যদেরও e-KYC যাচাই করে নিতে পারবেন।

কীভাবে করবেন রেশন কার্ডের e-KYC?

১) এর জন্য আপনাকে প্রথমে Mera Ration 2.0 অ্যাপে যেতে হবে। এর সাহায্যে ই-কেওয়াইসি সম্পন্ন করা যেতে পারে।

২) প্রথমে আপনাকে Google Play Store -এ যেতে হবে।

৩) এর পরে, আপনাকে Mera Ration 2.0 অ্যাপটি সার্চ করতে হবে। তারপর ইন্সটল করে নিতে হবে।

৪) এর পরে, আপনাকে আপনার মোবাইল নম্বরটি এন্ট্রি করতে হবে এবং তারপরে ক্যাপচা কোডটি দিতে হবে।

৫) তারপরে আপনাকে ওটিপি দিতে হবে, যা আপনার নিবন্ধিত মোবাইল নম্বরে দেওয়া হবে।

৬) এর পরে, আপনাকে এটি জমা দিতে হবে।

৭) এরপর “Manage Family Details” অপশনে ক্লিক করতে হবে।

৮) এরপর সব জরুরি তথ্য দিয়ে ই কেওয়াইসি প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে।

৯) এরপর সাবমিট বাটন ক্লিক করতে হবে।

আরও পড়ুন:– কলকাতা সিটি সিভিল কোর্টে প্রচুর কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন