Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দীর্ঘদিন ধরে মধ্য়স্থতাকারী হিসেবে ইজরায়েল-হামাস যুদ্ধে ইতি টানতে চাইছে কাতার, মিশর ও আমেরিকা ৷ বিষয়টি নিয়ে একাধিকবার আলোচনাও হয়েছে ৷ অবশেষে, মিলল সবুজ সংকেত ৷ যুদ্ধবিরতির প্রথম পর্যায়ের 33 জন বন্দিকে মুক্তি দিতে চলেছে হামাস ৷ ইজরায়েলের দুই শীর্ষ আধিকারিকের উক্তি উদ্ধৃত করে এমনটাই খবর সিএনএন সূত্রে ৷ তালিকায় কয়েকজন মৃত বন্দিও রয়েছেন বলে জানা গিয়েছে ৷
দুই পক্ষের মধ্য়ে যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করার উদ্দেশ্যে দোহায় বৈঠকে বসেন কাতার, মিশর, ইজরায়েল, হামাস ও আমেরিকার কূটনীতিকরা ৷ বৈঠকে উপস্থিক এক কূটনীতিক জানান, 2023 সালের 7 অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে এখনও পর্যন্ত বন্দি হিসাবে 94 জনকে নিজেদের কাছে রেখেছে হামাস ৷ তাদের মধ্যে 34 জনের মৃত্যু হয়েছে বলে অনুমান ৷
আরও পড়ুন:– 25 বছর পর অক্ষয়ের সঙ্গে বড় পর্দায় ফিরছেন তাব্বু, কোন ছবিতে ?
তবে এবার বন্দিদের ফেরাতে বদ্ধপরিকর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার ৷ সেই কারণে, দ্রুত যুদ্ধবিরতি চূড়ান্ত চুক্তি সাক্ষর করতে চাইছে দুই পক্ষ ৷ উল্লেখ্য, এর আগেও একবার যুদ্ধবিরতি ঘোষণা করা হয় ৷ তবে সেই চুক্তি লঙ্ঘন করে ফের একে অপরের দিকে হামলা চালায় ইজরায়েল ও হামাস ৷
আরও পড়ুন:– স্টক মার্কেট লিস্টিংয়েই ২৫% দাম বাড়ল, এই সংস্থার শেয়ার দিতে পারে বড় রিটার্ন
আরও পড়ুন:– বেড়ালের রহস্যমৃত্যুতে হলো ময়নাতদন্ত, জানুন বিস্তারিত