Bangla News Dunia, দীনেশ :- বাংলাদেশে (Bangladesh Unrest) গণ অভ্যুত্থানের পর ভারতে উড়ে আসেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। যদিও বর্তমানে তিনি কোথায় রয়েছেন তা স্পষ্ট নয়। তবে শেখ হাসিনা বাংলাদেশের মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে বিবৃতি দিয়েছেন। কিন্তু আওয়ামি লিগ নেত্রীর সেই বিবৃতিকে সমর্থন করছে না ভারত। বিদেশ সংক্রান্ত সংসদীয় স্ট্যান্ডিং (স্থায়ী) কমিটির মুখোমুখি হয়ে ভারতের এই অবস্থানের কথা স্পষ্ট করেছেন বিদেশসচিব বিক্রম মিশ্রি (Vikram Misri)।
আরো পড়ুন :- কফিন থেকে উঠে বসলেন ‘মৃত মহিলা’, হাড়হিম করা ঘটনার পিছনে লুকিয়ে কোন রহস্য?
একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, ঢাকা (Dhaka) সফর সেরে গত বুধবার কংগ্রেস সাংসদ শশী থারুরের নেতৃত্বাধীন ওই কমিটির মুখোমুখি হন মিশ্রি। সেখানে তিনি বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ব্যাখ্যা করে জানান, বাংলাদেশের মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়তে চায় নয়াদিল্লি। ‘নির্দিষ্ট কোনও রাজনৈতিক দল’ বা সরকারের সঙ্গে নয়। বিশেষজ্ঞদের একাংশের মতে, বাংলাদেশ প্রশ্নে মিশ্রির এই ব্যাখ্যা বিদেশনীতিতে বড় বদলের ইঙ্গিত।
সূত্রের খবর, স্থায়ী কমিটির সামনে মিশ্রি জানিয়েছেন, ভারত ঐতিহ্য বজায় রেখে হাসিনাকে এ দেশের মাটি থেকে রাজনৈতিক কার্যকলাপ পরিচালনার কোনও সুযোগ দেওয়া হয়নি। মিশ্রি আরও জানিয়েছেন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারত কখনই হস্তক্ষেপ করে না।
আরো পড়ুন :- মাত্র ২০০ টাকা দিয়েই বছরে ৩৬,০০০ টাকা ! পেনশন স্কিম আনল মোদী সরকার
প্রসঙ্গত, দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপড়েনের আবহেই সোমবার ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্রসচিব মহম্মদ জসীমউদ্দিনের সঙ্গে একান্ত বৈঠকে বসেন মিশ্রি। প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগে দুই দেশের বিদেশসচিব একান্তে বৈঠক সারেন। বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্র দপ্তরের উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সৌজন্য সাক্ষাতের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বৈঠকের নির্যাস জানান ভারতের বিদেশসচিব। মিশ্রি বলেন, ‘আমাদের মধ্যে অত্যন্ত খোলামেলা, গঠনমূলক আলোচনা হয়েছে। বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক এবং উভয়ের পক্ষে লাভজনক সম্পর্ক চায় ভারত।’ একই সঙ্গে তিনি বলেন, ‘আমরা সাম্প্রতিক ঘটনাপ্রবাহ নিয়েও আলোচনা করেছি। আমি সংখ্যালঘুদের সুরক্ষা এবং উন্নয়ন নিয়ে উদ্বেগের কথা জানিয়েছি। আলোচনায় এসেছে সাংস্কৃতিক এবং ধর্মীয় সম্পত্তির উপরে হামলার ঘটনাও।’ সম্প্রতি আমেরিকায় আয়োজিত এক আলোচনাসভায় ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যা নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল।
কী কারণে আজও অবিবাহিত পায়েল ? সিক্রেট জানলেন অবাক হবেন…https://t.co/OnLSEazndh
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
পুরুষরা সাবধান ! ভুল অন্তর্বাসেই যৌনতায় পড়বে ভাটা, জেনে নিন বিশেষজ্ঞদের মতhttps://t.co/ubWQD3IyIV
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024
এক ছোঁয়াতেই বন্ধ হয় দরজা ! জানেন, শোভন-বৈশাখী কত লক্ষ টাকার গাড়ি চড়েন ?https://t.co/Ju9zwaum88
— The Global Press Bangla (@kaushik94544429) December 7, 2024