হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের খবরে হুহু করে বাড়ল আদানি গোষ্ঠীর স্টকের দাম

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

goutam adani

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মার্কিন শর্ট সেলিং সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ বন্ধের খবর সামনে আসার পরই চড়চড়িয়ে বাড়ল আদানি গ্রুপের একাধিক সংস্থার শেয়ারের দর। বৃহস্পতিবার বাজার খোলার পরই ৯ শতাংশ পর্যন্ত বেড়েছিল আদানির বিভিন্ন সংস্থার স্টকের দাম।

বৃহস্পতিবার আদানি পাওয়ারের শেয়ার দর ৯.২ শতাংশ বেড়ে পৌঁছে গিয়েছিল ৬০০ টাকায়। আদানি গ্রিন এনার্জির শেয়ার দর ৮.৮ শতাংশ বেড়ে হয় ১ হাজার ১২৭ টাকা। আদানি এন্টারপ্রাইজ়ের শেয়ার দর ৭.৭ শতাংশ বেড়ে পৌঁছয় ২ হাজার ৫৭০ টাকায়। আদানি টোটাল গ্যাস-এর শেয়ার দর ৭.১ শতাংশ বেড়ে হয়েছিল ৭০৮ টাকা। আদানি এনার্জি সলিউশনের শেয়ার দর ৬.৬ শতাংশ বেড়ে পৌঁছয় ৮৩২ টাকায়। আদানি পোর্টসের শেয়ার দর ৫.৪ শতাংশ বেড়ে ১ হাজার ১৯০ টাকায় পৌঁছে গিয়েছিল। এর পাশাপাশি এসিসি সিমেন্ট, অম্বুজা সিমেন্ট এবং এনডিটিভি-র শেয়ার দরও বৃহস্পতিবার সকালে বেড়েছে।

আরও পড়ুন:– ‘আইআইটি বাবা’ থেকে ‘রাবড়ি বাবা’, মহাকুম্ভে হইচই ফেলে দিয়েছেন এই বিচিত্র সাধুরা

আদানি গোষ্ঠীর ব্যবসায় একাধিক কারচুপির অভিযোগ তুলে ২০২৩ সালে একটি রিপোর্ট সামনে আনে হিন্ডেনবার্গ রিসার্চ। সেই রিপোর্টের জেরে আদানি গোষ্ঠীর বিভিন্ন সংস্থার স্টকের দামে রীতিমতো ধস নেমে গিয়েছিল। এর জেরে বিপুল ক্ষতির সম্মুখীনও হন গৌতম আদানি। যদিও হিন্ডেনবার্গের তোলা অভিযোগ শুরু থেকেই অস্বীকার করেছিল আদানি গোষ্ঠী। আদানিকে নিয়ে রিপোর্ট প্রকাশের পরেই ভারতীয়দের কাছে আরও বেশি করে পরিচিতি পায় এই শর্ট সেলিং সংস্থার নাম। হিন্ডেনবার্গের প্রতিষ্ঠাতা নাথান অ্যান্ডারসন বুধবার নিজের সংস্থার ঝাঁপ গোটানোর কথা ঘোষণা করেছেন। এই খবর সামনে আসতেই আদানির শেয়ার দর অনেকটা বেড়ে গেল।

প্রত্যাশা মতোই বৃহস্পতিবার সকাল থেকে দেশের শেয়ার বাজার রয়েছে চাঙ্গা। সেনসেক্স ও নিফটি৫০ রয়েছে ঊর্ধ্বগামী। বেলা পৌঁনে ১২টা নাগাদ বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেনসেক্স ২৭৬ পয়েন্ট বেড়ে পৌঁছে গিয়েছে ৭৭ হাজারে। ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক নিফটি৫০ ৯৪ পয়েন্ট বেড়ে পৌঁছে গিয়েছে ২৩ হাজার ৩০৬ পয়েন্টে।

(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)

আরও পড়ুন:– রাজ্যে খুব শীঘ্রই বসবে ৪ লক্ষ প্রিপেড স্মার্ট মিটার, আরও জানতে পড়ুন….

আরও পড়ুন:– পোস্ট অফিসে একাধিক শূন্যপদে চাকরি। সরাসরি অনলাইনে জমা করুন আবেদন। বিস্তারিত দেখে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন