হিন্দুদের ঘরে তলোয়ার রাখা উচিৎ ! বিস্ফোরক রাম সেনা প্রধান

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia , পল্লব : কর্ণাটকে শ্রী রাম সেনার এক নেতার বক্তব্যের পর নতুন বিতর্ক তৈরি হয়েছে। শ্রী রাম সেনা নেতা প্রমোদ মুথালিক হিন্দুদের ঘরে ঘরে তলোয়ার রাখার আবেদন জানিয়েছেন। প্রমোদ মুথালিক বলেন, ঘরে তলোয়ার রাখা অপরাধ নয়। কালবুর্গির ইয়াদরামিতে আয়োজিত ধর্মীয় নেতাদের এক অনুষ্ঠানে প্রমোদ মুথালিক এই কথা বলেন। শ্রী রাম সেনা নেতা প্রমোদ মুথালিকের এই বক্তব্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

আরো পড়ুন :- বাংলায় ৭৩৪ কোটির বিনিয়োগ মোদী সরকারের

শ্রী রাম সেনার নেতা প্রমোদ মুথালিক বলেছেন, অন্যদের আক্রমণ করার জন্য তলোয়ার রাখা উচিত নয়। ধর্ম ও দেশ রক্ষার জন্য তরবারি সঙ্গে রাখতে হবে। যদি পুলিস আপনার কাছে এসে তলোয়ার রাখার বিষয়ে প্রশ্ন করে, তাহলে লোকেদের বলা উচিত হিন্দু দেবতা দুর্গা মা, কালী মা, হনুমান জি এবং ভগবান শ্রী রামের বিরুদ্ধে মামলা করতে।

আরো পড়ুন :- দেশে খুচরো মুদ্রাস্ফীতি সর্বনিম্ন ! দ্রুত কমবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ?

প্রমোদ মুথালিক আরও বলেন, আগে হিন্দু ধর্মের লোকেরা অস্ত্রের পূজা করত। এখন আমরা বই, কলম ও যানবাহনের জন্য প্রার্থনা করছি। পুলিসরাও তাদের বন্দুক পূজা করে, তারা কাগজপত্রের পূজা করে না। বাড়িতে অস্ত্র রাখতে হবে। মানুষের উচিত তাকে পূজা করা।

শ্রী রাম সেনা নেতা প্রমোদ মুথালিক বলেন, ঘরে তলোয়ার রাখা অপরাধ নয়। ঘরে তলোয়ার রাখলে হিন্দুদের নারী শোষণের সাহস কেউ পাবে না।

আরও খবর পেতে ফলো করুন আমাদের চ্যানেল

আরো পড়ুন :- পাকিস্তানে হামলা চালাল আফগান তালিবান, নিহত ৬, আহত ১৭

আরো পড়ুন :- ডিসেম্বর ছেড়ে এ বার জানুয়ারির-হুমকি শুভেন্দুর !

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন