Bangla News Dunia, বাপ্পাদিত্য:- হিমালয়ের ঠান্ডা, অগুন্তি পাহাড়, গভীর উপত্যকার মাঝে বহাল তবিয়তে বেঁচে থাকা কিছু প্রাণির মধ্যে একটি অবশ্যই হিমালয়ের বাদামি ভাল্লুক। এই বাদামি ভাল্লুক ক্রমশ হারিয়ে যাচ্ছে। তাদের এই অবক্ষয় থেকে রক্ষা করতে নড়েচড়ে বসেছিল ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল।
ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল এবার একটি নোটিস জারি করেছে। যা পাঠানো হয়েছে কাশ্মীরেরে সোনমার্গের উন্নয়ন কর্তৃপক্ষের কাছে। একই নোটিস পৌঁছে গেছে গ্রামীণ জঞ্জাল সাফাই বিভাগের ডিরেক্টর জেনারেল এবং বনরক্ষা বিভাগের কাছে। বিষয়টি নিয়ে পরবর্তী শুনানির আগে এই সব কর্তৃপক্ষের কাছ থেকে হলফনামা চেয়েছে গ্রিন ট্রাইব্যুনাল।
২০২৪ সালের জুলাই মাসে সংবাদমাধ্যমে প্রকাশিত একটি খবরকে সামনে রেখেই একটি স্বতঃপ্রবৃত্ত মামলা করে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। তার প্রেক্ষিতেই এবার এই বিজ্ঞপ্তি প্রকাশ করল ট্রাইব্যুনাল।
আরও পড়ুন:– ৭ নতুন IPO-তে লগ্নির সুযোগ মিলবে এ সপ্তাহে, নজর থাকবে এই ৫ সংস্থার লিস্টিংয়ে
ওই খবরে হিমালয়ের বাদামি ভাল্লুকদের রক্ষা করা নিয়ে চ্যালেঞ্জের কথা তুলে ধরা হয়েছিল। খবরটিতে হিমালয়ের বাদামি ভাল্লুকদের রক্ষা করতে জঞ্জাল সাফাইয়ে বিষয়টি তুলে ধরা হয়েছিল।
যেভাবে সোনমার্গ জুড়ে অপরিকল্পিতভাবে জঞ্জাল যত্রতত্র ফেলা হয় তা চোখে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা হয় ওই খবরে। যা আখেরে ক্ষতি করছে বাদামি ভাল্লুকদের।
মানুষ এবং বাদামি ভাল্লুকদের মধ্যে যে লড়াই তাও তুলে ধরা হয়েছিল সেই খবরে। সব মিলিয়ে বাদামি ভাল্লুকদের বাঁচাতে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল তার উদ্যোগ এগিয়ে নিয়ে যাচ্ছে।
আরও পড়ুন:– পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে প্রচুর শিক্ষক নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন
আরও পড়ুন:– ‘চাঁদ নয়, সোজা মঙ্গলে কলোনি’, বড় লক্ষ্য মাস্কের, বিস্তারিত জানুন
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025