হেয়ার অয়েল নাকি ভোজ্য তেল? নারকেল তেল নিয়ে বড় রায় সুপ্রিম কোর্টের

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ভারতের অনেক জায়গায় চুলে নারকেল তেল ব্যহারের চল রয়েছে। কোথাও আবার বিভিন্ন পদ রান্না করতে এই তেল ব্যবহার হয়।

এই নারকেল তেলকে কী বলা হবে? প্রসাধনী তেল নাকি এডিবল অয়েল বা ভোজ্য তেল? এই নিয়েই এতদিন ধরে চলছিল আইনি দ্বন্দ্ব। প্রায় দুই দশক ধরে চলা এই আইনি বিতর্কের অবসান করল দেশের শীর্ষ আদালত। ছোট প্যাকেজিংয়ের নারকেল তেলকে ভোজ্য তেল হিসেবেই চিহ্নিত করা হবে বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।

আরো পড়ুন:-  হাওড়া শাখায় ১ মাসের বেশি বাতিল বহু লোকাল, ভোগান্তি এড়াতে দেখে নিন তালিকা

২ কেজির কম ওজনের প্যাকেজের ক্ষেত্রে নারকেল তেল Hair Oil হিসেব গণ্য হবে নাকি Edible Oil হিসেবে গণ্য হবে? এই নিয়েই যাওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের কাছে। সংবাদমাধ্যম সূত্রের খবর, ১৭ অক্টোবর সুপ্রিম কোর্ট এই মামলায় রায়দান স্থগিত রেখেছিল। সম্প্রতি সেই রায় দিয়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, স্যাশে ও ছোট বোতল-সহ ২ কেজি ওজনের কম প্যাকেজের ক্ষেত্রে নারকেল তেল ভোজ্য তেল হিসেবেই গণ্য হবে।

এর ফলে প্রস্তুতকারক সংস্থাগুলি অনেকটাই সুরাহা পেল। ভোজ্য তেল হিসেবে গণ্য হলে ৫ শতাংশ জিএসটি ধার্য হবে। হেয়ার অয়েল হয়ে গেলেই ১৮ শতাংশ জিএসটি ধার্য হয়ে যায়।

এই মামলাটি ২০০৯ সাল থেকে সুপ্রিম কোর্টে চলছিল। সরকারের কর সংক্রান্ত দপ্তরের তরফে আবেদন করা হয়েছিল, ছোট প্যাকেজে যে নারকেল তেল বেচা হয়, সেগুলিকে যেন প্রসাধনী সামগ্রী অর্থে হেয়ার অয়েল হিসেবে দেখা হয়। সেই মামলাটি নিয়ে ২০১৮ সালে সুপ্রিম কোর্টের ২ বিচারপতির ডিভিশন বেঞ্চ ভিন্নতম পোষণ করে। তারপরে সেই মামলা তিন বিচারপতির বেঞ্চে পাঠিয়ে দেওয়া হয়। প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার নেতৃত্বে ৩ সদস্যের ডিভিশন বেঞ্চ মামলায় রায় দিলেন।

আরো পড়ুন:- সুখবর! রাজ্য সরকারি কর্মীদের নিউ ইয়ার গিফট! আচমকাই 7% ডিএ বৃদ্ধি করল সরকার। জেনে নিন কবে থেকে পাবেন

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন