Bangla News Dunia, দীনেশ :- হোটেল, রেস্তোরাঁ সহ প্রকাশ্যে কোথাও আর গোমাংস (Beef) খাওয়া যাবে না। এমনই নিষেধাজ্ঞা জারি করেছে বাংলার প্রতিবেশী রাজ্য অসম (Assam)। রাজ্য মন্ত্রীসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও অসম রাজ্যে গোমাংস খাওয়া নিষিদ্ধ নয়। কিন্তু ২০২১ সালের অসম গবাদি পশু সংরক্ষণ আইন অনুযায়ী গোহত্যা, গোমাংস পরিবহণ, ও তার বিক্রি নিয়ন্ত্রণের অধিকার সরকারের রয়েছে।
আরো পড়ুন :- ভারত-চিন সীমান্তের পরিস্থিতি এখন কী অবস্থায়? লোকসভায় জানালেন বিদেশমন্ত্রী
হিমন্ত বিশ্বশর্মা বলেন, ‘আমরা এর আগে গোরক্ষার জন্য বিল এনেছিলাম, সেই উদ্দেশ্য সফল হয়েছে। এবার সেই বিলের পরিধিকেই আমরা বৃদ্ধি করেছি। সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোনও হোটেল-রেস্তোরাঁয় গোমাংস পরিবেশন করা হবে না। পাশাপাশি প্রকাশ্য স্থানেও এই মাংসের পরিবেশন নিষিদ্ধ করা হয়েছে।’ এই আইন ভঙ্গ করলে ৩ থেকে ৮ বছরের সাজা ও ৩ থেকে ৫ লক্ষ টাকা জরিমানার কথা বলা আছে।
আরো পড়ুন :- এ দেশে রাস্তায় গাড়ি থামালে বিপদ, হবে বিপুল অঙ্কের জরিমানা, জানুন আজব আইন সম্পর্কে
২০২১ সালের আইনে বলা হয়েছে, যেখানে হিন্দু, শিখ, জৈন ধর্মের মানুষের সংখ্যা বেশি সেই সব এলাকার সঙ্গে মন্দিরের ৫ কিলোমিটার এলাকার মধ্যে গোমাংসের বিক্রি নিষিদ্ধ। যদিও বিরোধীদের প্রবল বিরোধীতার মধ্যে দিয়ে ধ্বনি ভোটে ২০২১ সালে বিলটি পাশ হয়েছিল। বিরোধীদের দাবি ছিল বিলটি সিলেক্ট কমিটিতে পাঠানো হোক। কিন্তু সরকার সেকথা শোনেনি।
আরো পড়ুন :- সংসদে মোদী সরকারের পাশে দাঁড়াল তৃণমূল !