হোমওয়ার্ক করেনি, স্কুলে বকা খাওয়ার ভয়ে কি ঘটিয়ে বসল ১১ বছরের দুই ছাত্র? জানলে অবাক হবেন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- হাতে হাতে এখন মোবাইল ফোন। ৩-৪ বছরের বাচ্চাও এখন মোবাইল ফোনে ভিডিয়ো চালিয়ে দিনভর বসে। শিশুমন কী কী যে দেখে, তার কোনও হিসাব নেই। শুধু কার্টুনই না, নাচ-গান, নানা রকম ক্রাইম সিরিজ়, সবই তাদের আকৃষ্ট করে। তার ফল যে কতটা মারাত্মক হতে পারে, তা কর্নাটকের ১১ বছর বয়সী দুই কিশোর কীর্তি বুঝিয়ে দিল। হোমওয়ার্ক করেনি। স্কুলে বকা খাওয়া থেকে বাঁচতে কি না অপহরণের গল্প? কর্নাটকে সম্প্রতি এরকমই একটি ঘটনা সামনে এসেছে।

চিত্রদুর্গের ইমনগালার আব্বিনাহোলে বাড়ি দুই কিশোর। রোজই তারা সকাল সাড়ে ৬টায় বাসে করে প্রাইভেট টিউশন পড়তে যায়। এর পর সেখান থেকেই সাড়ে ৯টায় স্কুলে চলে যায়। সম্প্রতি একদিন সকাল ১০টায় বাড়ি ফিরে আসে তারা। সঙ্গে স্কুলব্যাগ ছিল না। বাড়ির লোকজন জানতে চাওয়ায় তারা জানায়, সাদা রঙের একটি চার চাকা গাড়িতে তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছিল।

মাস্কে মুখ ঢাকা তিন জন তাদের মুখে স্প্রে করে অজ্ঞান করে দেয়। তার পরেই নাকি গাড়িতে তুলে নেয়। ওই কিশোরদের বক্তব্য ছিল, পরে ওই অপহরণকারীদের বলতে শোনা যায়— ‘আরে এরা তো ওই বাচ্চা নয়’। তার পরই ছেড়ে দেওয়া হয় তাদের।

পরিবারের তরফে পুলিশে জানানো হলে মামলাটি হাতে নেন খোদ পুলিশ সুপার। টিম সাজিয়ে শুরু হয় তদন্ত। পুলিশের একটি টিম ওই দুই ছাত্রের স্কুলে যায়। আর সেখানেই প্রথম খটকা লাগে। শিক্ষকরা জানান, এরা স্কুলে এসে দুষ্টুমি করে, স্কুল থেকে যে হোমওয়ার্ক দেওয়া হয়, তাও ঠিকমতো করে না। একই কথা বলে ওই দুই ছাত্রের ক্লাসের বন্ধুরাও।

পুলিশের অন্য একটি টিম ঘটনাস্থলে গিয়ে এলাকার লোকজনের সঙ্গে কথা বলে, সিসিটিভির ফুটেজ দেখে। কোথাও সাদা রঙের গাড়ি তারা দেখতে পায়নি। এর পরই পুলিশ দুই বালকের সঙ্গে আলাদা করে কথা বলে। তাদের বোঝানো হয়, কী হয়েছিল, সত্যি বললে কেউ কোনও শাস্তি দেবে না।

এর পরই দুই বালক আসল ঘটনা জানায়। বলে, তাদের কেউ অপহরণ করেনি। আসলে হোমওয়ার্ক করেনি। স্কুলে বকা খেতে হতো, এমনকী মা-বাবাকেও ডেকে পাঠানো হতো। এই সব কারণেই অপহরণের নাটক করে তারা। কিন্তু কী ভাবে এই পরিকল্পনা তারা করল? পুলিশের বক্তব্য, ওই দুই বালক জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় অনেক কিছুই দেখে তারা। সেখান থেকেই এই পরিকল্পনা মাথায় আসে।

আরও পড়ুন:– পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কুলে প্রচুর শিক্ষক নিয়োগ চলছে! আবেদন পদ্ধতি সহ বিস্তারিত দেখেনিন

আরও পড়ুন:– ‘চাঁদ নয়, সোজা মঙ্গলে কলোনি’, বড় লক্ষ্য মাস্কের, বিস্তারিত জানুন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন