হ্যাকারদের নজরে প্রভিডেন্ট ফান্ডের টাকা ! জরুরি সতর্কতায় কি পরামর্শ দিয়েছে EPFO জেনে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আপনি যদি চাকুরিজীবী হন, তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ! কারণ, ইদানীং সাইবার অপরাধীরা হাত বাড়াচ্ছে চাকুরিজীবীদের কষ্টার্জিত প্রভিডেন্ট ফান্ডের জমা টাকার উপর ৷ দেশজুড়ে ক্রমশ বাড়তে থাকা সাইবার অপরাধ, অনলাইন আর্থিক জালিয়াতির ঘটনায় এবার আশঙ্কার কালো মেঘ ঘনিয়েছে প্রভিডেন্ট ফান্ডের উপর ! তাই এই বিষয়ে লক্ষ লক্ষ গ্রাহককে আগাম সতর্ক করল EPFO ৷

ইপিএফও ​​ক্রমবর্ধমান সাইবার জালিয়াতি এড়াতে দেশের সংগঠিত খাতে কর্মরত কোটি কোটি কর্মচারীকে সতর্ক করেছে। EPFO তার সদস্যদের কাছে তাদের প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের গোপনীয়তা কারও সঙ্গে শেয়ার না করার পরামর্শ দিয়েছে।

ইপিএফও তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে পোস্ট করে এই বিষয়ে তার সদস্যদের জরুরি ভিত্তিতে সতর্ক করেছে ৷ পোস্টে ইপিএফও জানিয়েছে, সংস্থা কখনও তার সদস্যদের অ্যাকাউন্টের তথ্য জিজ্ঞাসা করে না। কেউ যদি EPFO-এর কর্মী বা আধিকারিক হওয়ার নাম করে ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর বা UAN, PAN নম্বর, আধার নম্বর, পাসওয়ার্ড, ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিশদ বা ফোন, হোয়াটসঅ্যাপ, ইমেল বা মেসেজের মাধ্যমে ওটিপি চায়, তাহলে তা শেয়ার না করার পরামর্শ দিয়েছে ৷ এই সব ফোন সাইবার অপরাধীদের হতে পারে বলেও সতর্ক করা হয়েছে ৷ কারণ, উল্লেখিত তথ্যের অপব্যবহার করে সাইবার অপরাধীরা EPF অ্যাকাউন্টে জমা টাকা হাতিয়ে নিতে পারে।

ইপিএফও তার সদস্য বা দেশের সংগঠিত খাতে কর্মরত কোটি কোটি কর্মচারীকে পরামর্শ দিয়েছে, তাদের অ্যাকাউন্ট সম্পর্কিত সমস্ত কার্যকলাপের জন্য শুধুমাত্র ল্যাপটপ, ট্যাবলেট, কম্পিউটার বা মোবাইল ফোনের মতো ব্যক্তিগত ডিভাইস ব্যবহার করতে হবে। এতে অ্যাকাউন্টের তথ্য সুরক্ষিত থাকবে এবং জালিয়াতির ঝুঁকিও কম হয়।

আরও পড়ুন:– ভারতের কব্জায় থাকা নদীর অংশ দখলমুক্ত করলো বাংলাদেশ, জানুন বিস্তারিত

আরও পড়ুন:– কলেজে পড়ুয়াদের ৩০ হাজার টাকা স্কলারশিপ দিচ্ছে HDFC ব্যাংক, কিভাবে আবেদন করবেন? দেখে নিন

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন