হ্যাক হয়ে গেল বাংলার ইসকনের ওয়েবসাইট ! জ্বলজ্বল করছে ‘আল মশাল’ স্লোগান !

By Bangla News Dunia Dinesh

Published on:

mayapur iskcon

 

Bangla News Dunia, দীনেশ :- হ্যাক হয়ে গেল বাংলার ইসকনের (ISKON) ওয়েবসাইট। শনিবার সকাল থেকে ইসকনের ওয়েবসাইটে ভেসে উঠল ইসলামি ভাষার স্লোগান ‘আল মশাল।’ গোটা ঘটনায় তোলপাড় রাজ্য।

আরো পড়ুন :- সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশ, আরও জানতে পড়ুন…..

নিউটাউনে (Kolkata) অবস্থিত ইসকনের ওয়েবসাইটে গত দু’দিন সমস্যা চলছিল। যারা ওয়েবসাইট দেখেন তাঁরা ভেবেছিলেন এটা কোনও প্রযুক্তিগত ত্রুটি। কিন্তু এদিন সকালে ওয়েবসাইট খুলতেই আঁতকে ওঠে ইসকন কর্তৃপক্ষ। ওয়েবসাইটে জ্বলজ্বল করছে ইসলামি ভাষার স্লোগান ‘আল মশাল।’ এই স্লোগান থেকে অনুমান করা হচ্ছে একটি ইসলামি সংগঠন ওই ওয়েবসাইটটি হ্যাক করেছে। ঘটনা সামনে আসতেই  ইসকন কর্তৃপক্ষ  নিজেদের ইঞ্জিনিয়ার এবং প্রযুক্তিবিদদের নিয়ে ওয়েবসাইট মেরামত করা হয়েছে। বর্তমানে ঠিকঠাকভাবে খুলছে নিউটাউন ইসকন-এর ওয়েবসাইট।

আরো পড়ুন :- ডিজিটাল গ্রেফতারির ভয়ে কাঁপছে বিশ্ব, সাইবার বিশেষজ্ঞের থেকে বাঁচার সহজ উপায় জেনে নিন

প্রসঙ্গত উল্লেখ্য, বাংলাদেশের ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির (Arrest) পর থেকে উত্তাল হয় ভারত ও বাংলাদেশ। এবার নিউটাউনের ইসকনের ওয়েবসাইট হ্যাক হওয়ায় শুরু হল শোরগোল।

আরো পড়ুন :- Big News : মায়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকা দখল বিদ্রোহীদের, ভয়ে কাঁটা ইউনূস সরকার

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন