১০০ কোটির সাইবার জালিয়াতি ! দিল্লি পুলিশের জালে চিনের নাগরিক

By Bangla news dunia Desk

Published on:

money

 

Bangla News Dunia, দীনেশ :- ফ্যাং চেনজিন(Fang Chenjin) নামে একজন চিনা নাগরিককে ৪৩.৫ লাখ টাকার সাইবার জালিয়াতির(Cyber fraud) মামলায় গ্রেপ্তার করল দিল্লির শাহদারা সাইবার পুলিশ(Shahdara Cyber Police)। তদন্তের পর কর্তৃপক্ষ আরও জানতে পেরেছে যে অভিযুক্ত একাধিক রাজ্যে ১০০ কোটি টাকারও বেশি মূল্যের কেলেঙ্কারির সঙ্গে যুক্ত।

আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?

পুলিশ জানিয়েছে, চেনজিন হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে পরিচালিত অনলাইন স্টক ট্রেডিং কেলেঙ্কারিতে জড়িত ছিল। জুলাই মাসে সুরেশ কোলিচিইল অচ্যুথান নামের এক ব্যাক্তি একটি অভিযোগ দায়ের করেন যে, তিনি স্টক মার্কেট প্রশিক্ষণ সেশন হিসাবে উপস্থাপিত প্রতারণামূলক স্কিমে ৪৩.৫ লক্ষ টাকা বিনিয়োগ করে প্রতারিত হয়েছেন। এই টাকাটি অভিযুক্তের বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয় বলে জানানো হয়েছে ওই অভিযোগে।

আরো পড়ুন :- বিশ্ব বাণিজ্যে চিনকে টক্কর দিতে প্রস্তুত ভারত !

অপর একটি তদন্তে জানা যায়, চেনজিন অন্ধ্রপ্রদেশ এবং উত্তরপ্রদেশেও সাইবার ক্রাইম এবং মানি লন্ডারিংয়ের সঙ্গে জড়িত আরও দুটি মামলায় যুক্ত রয়েছে। এছাড়াও পুলিশ সাইবার ক্রাইম পোর্টালে দায়ের করা প্রায় ১৭ টি অতিরিক্ত অভিযোগও খুঁজে পেয়েছে,যার সবকটি একই ফিনকেয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত।

আরো পড়ুন :- অবশেষে ২০২৫ সালে জনগণনা ! কতটা রাজনৈতিক সুবিধা পাবে বিজেপি ?

এরপরেই পুলিশ এই তহবিলগুলির সূত্র ধরে মুকান্ডায় মহালক্ষ্মী ট্রেডার্সের নামে নথিভুক্ত একটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান পায়। জানা যায়, এই অ্যাকাউন্টটি এপ্রিল মাসে ১.২৫ লক্ষ টাকা স্থানান্তর সহ আরও বিভিন্ন প্রতারণামূলক লেনদেনের সঙ্গে যুক্ত৷ এরপর কল রেকর্ড এবং ব্যাঙ্কিং ডেটার প্রযুক্তিগত বিশ্লেষণের মাধ্যমে,পুলিশ এই ঘটনায় অভিযুক্ত চেনজিনকে সনাক্ত করে। সেই সময় সফদরজং এনক্লেভে বসবাস করছিল চেনজিন৷ সূত্রের খবর গ্রেপ্তারের পর পুলিশ তার মোবাইল ফোন এবং হোয়াটসঅ্যাপ চ্যাট লগ পরীক্ষা করে তাঁর বিরুদ্ধে আরও বেশকিছু প্রমাণ উদ্ধার করেছে। এই মামলায় আরও বিশদে তদন্ত চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরো পড়ুন:-প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা ফর্ম ফিলাপ ও স্ট্যাটাস চেক কিভাবে করবেন? জেনে নিন

আরো পড়ুন:- ভূমিকম্পে বাঁচতে পারে কোটি কোটি প্রাণ? ISRO মহাকাশে পাঠাচ্ছে সবচেয়ে পাওয়াফুল স্যাটেলাইট

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- কয়েকশ কোটি ব্যয়ে তৈরি হচ্ছে ভারতের প্রথম ডেডিকেটেড লাইন, ২৩০ কিমি বেগে ছুটবে ট্রেন

আরো পড়ুন :- আবাস, ১০০ দিনের পর এ বার সর্বশিক্ষা মিশনের টাকাও বন্ধ, কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ রাজ্যের

আরো পড়ুন :- রোজ ঝগড়া হয়? সম্পর্ককে ভালো রাখুন ‘৫ সেকেন্ড রুল’ মেনে

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন