Bangla News Dunia, দীনেশ :- বর্তমানে আমাদের দেশে পেট্রোল এবং ডিজেলের দাম আকাশ ছোঁয়া। এর দাম প্রায়ই ওঠানামা করে। তবে এখন খবরের কাগজ খুললেই দেখবেন, “পেট্রোলের দাম আবার বাড়ল!”। যার কারণে সাধারণ মানুষের মনেও একটাই প্রশ্ন যে, এই দাম বৃদ্ধির ফলে আসলে কারা লাভবান হচ্ছে? বিশেষ করে পেট্রোল পাম্পের মালিকরা কি প্রচুর লাভ করছেন? আজকের এই প্রতিবেদনে আমরা এই সমস্ত প্রশ্নের উত্তর জানবো।
পেট্রোলের দামের গতি প্রকৃতি
পেট্রোলের দাম কিন্তূ সমস্ত রাজ্যে এক হয় না। এর পেছনে মূল কারণ হলো কেন্দ্র এবং রাজ্য সরকারের কর (TAX)। কোনো রাজ্যে পেট্রোলের দাম হয়তো ৯৫ টাকা, আর অন্য রাজ্যে ১০৫ টাকা পর্যন্ত। এই মুল্য নির্ভর করে রাজ্য সরকার কতটা কর আরোপ করছে। তার ওপর যোগ হয় কেন্দ্রের এক্সাইজ ডিউটি। এছাড়া, তেল কোম্পানির দৈনিক দামের পরিবর্তন এবং পরিবহন খরচও এই দামে ভূমিকা রাখে।
আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?
পেট্রোল বিক্রিতে কত লাভ হয়?
একটি পেট্রোল পাম্প ১ লিটার পেট্রোল বিক্রি করে কত টাকা আয় করে? শুনলে হয়তো বিশ্বাস করবেন না, প্রতি ১০০০ লিটার বা এক কিলোলিটার পেট্রোল বিক্রি করলে পাম্প মালিকরা পান মাত্র ১৮৬৮ টাকা কমিশন। অর্থাৎ, প্রতি লিটার পেট্রোল বিক্রি করে তারা আয় করেন প্রায় ২ থেকে ২.৫ টাকা। বাকি টাকার বেশিরভাগই তেল কোম্পানি এবং সরকার কর বাবদ নিয়ে নেয়।
আরো পড়ুন :- অবশেষে ২০২৫ সালে জনগণনা ! কতটা রাজনৈতিক সুবিধা পাবে বিজেপি ?
১০০ টাকার পেট্রোলের হিসাব
আপনি যখন ১০০ টাকার পেট্রোল কেনেন, তখন এর প্রায় ৫০-৫৫ টাকা কেন্দ্রীয় এবং রাজ্য করের পেছনে চলে যায়। বাকি টাকায় তেল কোম্পানির উৎপাদন খরচ, পরিবহন খরচ, এবং অন্যান্য চার্জ কেটে নেওয়া হয়। পেট্রোল পাম্পের জন্য বাকি থাকে একেবারে সামান্য পরিমাণ, যা দিয়ে তাদের কর্মচারীদের বেতন, পাম্পের রক্ষণাবেক্ষণ, এবং অন্যান্য খরচ চালাতে হয়।
পেট্রোলের দাম বাড়ার আসল উপকারভোগী হলো সরকার। কেন্দ্র এবং রাজ্য উভয় সরকার পেট্রোলের দাম থেকে বিপুল পরিমাণ কর আদায় করে। এই করের টাকা দেশের উন্নয়নের কাজে ব্যয় হয় ঠিকই, কিন্তূ সাধারণ মানুষের পকেটে এর ভারও পড়ে।
আসলে পেট্রোল বিক্রি করে পেট্রোল পাম্প মালিকরা খুবই কম আয় করেন। তাদের তুলনায় তেল কোম্পানি এবং সরকার অনেক বেশি লাভবান হয়। পেট্রোল পাম্প মালিকরা প্রতি লিটার পেট্রোল বিক্রি করে প্রায় ২ থেকে ২.৫ টাকা আয় করে থাকে।
এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন
SAIL Recruitment 2024: সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে ৫১ টি শূন্য পদে হবে নিয়োগ!👇🏻https://t.co/E7DZnMLaHl
— Daily Khabor Bangla (@daily_khabor) November 20, 2024
কবে পাবেন আবাস যোজনা টাকা? জেনে নিন দিনক্ষণ!👇🏻https://t.co/XzWAb17x9u
— Daily Khabor Bangla (@daily_khabor) November 20, 2024
আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের
আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর
আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের