১০০ বছরের পুরনো সিনেমা পাওয়া গেল গুদামঘরের জঞ্জালে, দেখানো হবে নতুন করে

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এ সিনেমাটি তৈরি হয়েছিল ১৯১৫ সালে। তখন তা সিনেমাহলে দেখানো হয়। বেশ সাড়াও ফেলে সিনেমাটি। কিন্তু তারপর সেটি হারিয়ে যায়। অর্থাৎ ওই সিনেমার ক্যানগুলি হারিয়ে যায়। গরু খোঁজা খুঁজেও সেই ক্যান আর ফেরত পাওয়া যায়নি।

১০০ বছরেরও বেশি সময় ধরে ওই সিনেমাটির খোঁজ হয়েছে। নানা জায়গায় খুঁজে দেখা হয়েছে কোথাও তার কোনও ক্যান পড়ে আছে কিনা। কিন্তু সব চেষ্টা বৃথা হয়। ফলে সিনেমা বোদ্ধারা সকলেই ওই সিনেমা ফেরত পাওয়ার আশা ছেড়ে দেন।

পুরনো সিনেমার খোঁজ করে বেড়ানো এক ব্যক্তি কিন্তু এই ২০২৪ সালে একটি গুদামঘরে পুরনো দান বাক্সের খোঁজ পান। সেখানেই তিনি অবশেষে খুঁজে পান ১৯১৫ সালে মুক্তি পাওয়া বিখ্যাত নির্বাক চলচ্চিত্র ‘দ্যা হার্ট অব লিঙ্কন’ নামে সিনেমার ক্যানগুলি।

মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের ওপর তৈরি সেই সিনেমাটি যে আদৌ কোনওদিন খুঁজে পাওয়া যাবে তা ভাবতেও পারেননি কেউ। ১০০ বছর পার করে অবশেষে এই সিনেমার একমাত্র ক্যান পাওয়া গেল।

সিনেমাটির ডিজিটাল ভার্সন তৈরি করা হচ্ছে। সঙ্গে যুক্ত করা হচ্ছে একটি মিউজিক। তাতে তা আরও মনোগ্রাহী হবে। তারপর তা ফের দেখার সুযোগ পাবেন সাধারণ দর্শক থেকে সিনেমা নিচে চর্চায় থাকা মানুষজন।

এই সিনেমার একমাত্র কপি যে এভাবে শতাধিক বছর পর কোনও গুদামঘর থেকে উদ্ধার হবে তা কল্পনাও করতে পারেননি কেউ। কারণ হিসাব বলছে নির্বাক চলচ্চিত্রের যুগের ৭০ শতাংশ সিনেমারই আর কোনও কপি নেই। তা চিরতরে হারিয়ে গেছে পৃথিবী থেকে।

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন