Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ‘অ্যাপোলো মাইক্রো সিস্টেমস’ হায়দরাবাদের একটি স্মল ক্যাপ কোম্পানি। ডিফেন্স সেক্টরের এই সংস্থার মার্কেট ক্যাপিটালাইজ়েশন চার হাজার কোটি টাকা। গত ১০ ট্রেডিং সেশনে এই সংস্থার স্টক পারফরম্যান্স ছিল উল্লেখযোগ্য। ৯৩.৩২ টাকা থেকে এই শেয়ারের দাম পৌঁছেছিল ১৩৫.৬৫ টাকায়। গত ১০ দিনে প্রায় ৪৬ শতাংশ দাম বেড়েছে এই সংস্থার স্টকের। যদিও বুধবার তা কমে ১৩২ টাকায় নেমে এসেছে। সামান্য কমলেও বিশেষজ্ঞরা মনে করছেন, ভবিষ্যতে এই স্টকের দাম আরও বাড়বে।
এই সংস্থা ইলেক্ট্রনিক, ইলেক্ট্রো-মেকানিক্যাল, ইঞ্জনিয়ারিং ডিজ়াইনের পাশাপাশি ওই জাতীয় পণ্যের উৎপাদন এবং সরবরাহের কাজ করে। বিভিন্ন বেসরকারি সংস্থাকে পরিষেবা দেওয়ার পাশাপাশি প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে থাকা বিভিন্ন পাবলিক সেক্টর সংস্থাকেও পরিষেবা দেয়। ডিসেম্বর মাসেই ভারত ইলেক্ট্রনিক্সের থেকে ২১.৪২ কোটি টাকার কাজের বরাত পেয়েছে এই সংস্থা। এ মাসে ডিআরডিও-র থেকে ৬.১৪ কোটি টাকার অর্ডার পেয়েছে।
নতুন অর্ডারের পাশাপাশি এর রেভিনিউও বাড়ছে। চলতি অর্থবর্ষের দ্বিতীয় কোয়ার্টারে এই স্মল ক্যাপ সংস্থার রেভিনিউ ৮৪ শতাংশের বেশি বেড়েছে। চলতি অর্থবর্ষের প্রথম ৬ মাসের হিসাবে এর রেভিনিউ বেড়েছে প্রায় ৭৪ শতাংশ। গত অর্থবর্ষের ওই সময়কালে ১৪৮ কোটি থেকে তা বেড়ে দাঁড়িয়েছে ২৫২ কোটি টাকা। এই সব কারণের জন্য অ্যাপোলো মাইক্রো সিস্টেমসের স্টক নিয়ে লগ্নিকারীদের মধ্যে বিপুল আগ্রহ তৈরি হয়েছে। আগামী দিনে তা বজায় থাকার আশাও করছেন বিশেষজ্ঞরা।
ভারতের ডিফেন্সে সেক্টরের গ্রোথ অব্যাহত রয়েছে। আগামী ৫-৬ বছরে ভারতের ডিফেন্স সেক্টর অনেকটা বৃদ্ধি হবে বলে আশা করছেন বিশেষজ্ঞরা। এই সেক্টরে বছরে গড়ে ১৩ শতাংশ করে বৃদ্ধির পূর্বাভাস রয়েছে। তাই এই সেক্টরের বিভিন্ন সংস্থার স্টকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।
(বাংলা নিউস দুনিয়া অনলাইন কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকি সাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)
আরও পড়ুন:– ভারতের কব্জায় থাকা নদীর অংশ দখলমুক্ত করলো বাংলাদেশ, জানুন বিস্তারিত
আরও পড়ুন:– কলেজে পড়ুয়াদের ৩০ হাজার টাকা স্কলারশিপ দিচ্ছে HDFC ব্যাংক, কিভাবে আবেদন করবেন? দেখে নিন
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025