১০ মিনিট থাকতে হবে মর্গে! ২৬,০০০ টাকার চাকরির জন্য পিলে চমকানো শর্ত, জানুন বিস্তারিত

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- মাসে মাইনে ৩০০ ডলার, অর্থাৎ, ভারতীয় মুদ্রায় ২৬,০০০ টাকার মতো। কখনও কখনও ২৪ ঘণ্টার শিফ্টে কাজ করতে হবে। তবে, এই চাকরি পাওয়ার যোগ্যতা অর্জনের জন্য, আগ্রহী প্রার্থীদের দিতে হবে এক অদ্ভুত পরীক্ষা। হিমায়িত ঠান্ডা মর্গে কাটাতে হবে ১০ মিনিট৷ নেট-দুনিয়ায় হইচই ফেলে দিয়েছে চিনের এক চাকরির বিজ্ঞাপন।

বিজ্ঞাপনটি অবশ্য এক ফিউনেরাল হোমের ‘মর্গ ম্যানেজার’ পদের। দিয়েছে ‘রুশান মিউনিসিপ্যাল ব্যুরো অফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড সোশ্যাল সিকিওরিটি’। তাদের অনলাইন বিজ্ঞাপনে বলা হয়েছে প্রার্থীদের অবশ্যই পুরুষ হতে হবে। বয়স হতে হবে ৪৫ বছরের কম। কমপক্ষে জুনিয়র সেকেন্ডারি স্কুলের শিক্ষা থাকতে হবে। সেই সঙ্গে বলা হয়েছে ইন্টারভিউয়ের সময় তাদের ১০ মিনিট মর্গে কাটাতে হবে। এই সব শর্ত পূরণ করতে পারলে, নির্বাচিত প্রার্থীকে তিন বছরের চুক্তির ভিত্তিতে নিয়োগ করা হবে।

আরও পড়ুন:– প্যান কার্ড নিস্ক্রিয় হতে চলেছে নতুন বছরে? এইভাবে প্যান কার্ড স্ট্যাটাস চেক করে জানুন

হলই বা বিজ্ঞাপনটি মর্গ ম্যানেজারের, তাই বলে ইন্টারভিউয়ের সময় ১০ মিনিট মর্গে কাটাতে হবে? ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’কে ওই ফিউনেরাল হোমের এক কর্মী বলেছেন, ‘এটা এই বিশেষ কাজের পরীক্ষার একটা পদ্ধতি মাত্র। কিছু কিছু লোক মর্গে ভয় পায়। অনেকের এই বিষয়ে অস্বস্তি রয়েছে। কিন্তু, এই কাজ করতে গেলে মর্গে ১০ মিনিটেরও বেশি সময় কাটাতে হতে পারে। তাই, নিয়োগের আগে এই পরীক্ষা করা হচ্ছে।’

এই বিশেষ পরীক্ষা দিয়ে চাকরি পাওয়ার জন্য কতজন আবেদন করেছে, তা জানা যায়নি। ফিউনেরাল হোম বিশেষজ্ঞদের মতে, আপাতদৃষ্টিতে এই পরীক্ষা অনৈতিক মনে হলেও, কোও প্রার্থীর মানসিক স্থিতিস্থাপকতা মূল্যায়নের জন্যই এই পরীক্ষা করা উচিত। তাদের মতে, দেহ সৎকার করা বা শ্মশানের অন্যান্য কাজের সঙ্গে নিয়মিত কাজের পার্থক্য আছে। তাই এই ধরনের বিশেষ কাজে নিযুক্তরা, আর পাঁচ জন সাধারণ কর্মীর তুলনায় বেশি বেতন পায়। তাই এই কাজে নিয়োগের আগে প্রার্থীদের মনস্তত্ত্বের পরীক্ষা করাটা জরুরী।

এই চাকরির বিজ্ঞাপনটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। অনেকেই কর্মক্ষেত্রে ভূতের মুখে পড়ার অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। কেউ কেউ বলেছেন, এই জায়গায় কাজ করলে ভূতের থেকে ওই কর্মীর অভিযোগ বেশি হবে। আরেকজন বলেছেন, একটা বই আর এক বোতল জল পেলেই তিনি মর্গে ১০ ঘন্টা থাকতে পারেন। তবে, এই ক্ষেত্রে বেতন অত্যন্ত কম দেওয়া হচ্ছে। ভয় নয়, কম বেতনের জন্যই তিনি এই চাকরির জন্য আবেদন করবেন না বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: লং টার্মে লগ্নি কথা ভাবছেন? ২০২৫ সালে কিনতে পারেন এই ৯ স্টক

আরও পড়ুন:– কেটে গিয়েছে ৪০ বছর, এখন পোড়ানো হবে ভোপাল গ্যাস দুর্ঘটনার বিষাক্ত বর্জ্য, এতো দেরি কেন ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন