১১ পাতার ডেথ-নোট লিখে আত্মঘাতী তরুণী ! দায়ী পুলিশকর্তা ?

By Bangla news dunia Desk

Published on:

rape

 

Bangla News Dunia, দীনেশ :- বেঙ্গালুরুর বাসিন্দা ৩৩ বছর বয়সি এক তরুনীকে মৃত অবস্থায় উদ্ধার করা হল তাঁর বাসভবন থেকে। সঙ্গে পাওয়া গিয়েছে একটি ১১ পাতার ডেথ-নোট। এস জিভা (S Jeeva) নামের ওই তরুণী তাঁর মৃত্যুর জন্য দায়ী করে গিয়েছেন বেঙ্গালুরুর ডিএসপি(DSP) কনকালক্ষ্মী (Kanakalakshmi)-কে । তাঁর বিরুদ্ধে হেনস্থা করার এবং ২৫ লক্ষ টাকা দাবি করার অভিযোগ করা হয়েছে ওই ডেথ-নোটে। প্রিসারভেশন অফ করাপশন অ্যাক্ট ১৯৮৮ এবং ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।

আরো পড়ুন: ‘হলুদ-নিম-লেবুর জলেই ক্যান্সার পরাস্ত’, সিধুর দাবি সঠিক? কি জবাব দিলেন টাটা মেমোরিয়ালের ডিরেক্টর, দেখুন

সূত্রের খবর, জিভা পেশায় একজন আইনজীবী ছিলেন এবং বেঙ্গালুরুতে একটি কাঠের সামগ্রীর দোকানও চালাতেন তিনি। ২২ নভেম্বর তিনি আত্মহত্যা করার পর তাঁর বোন সঙ্গীতা পুলিশের কাছে অভিযুক্ত ওই ডিএসপি-র বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ দায়ের করেন।

আরো পড়ুন :- হিরোশিমা-নাগাসাকির মতো প্রলয় দেখবে গোটা বিশ্ব ! কিন্তু কেন ?

প্রসঙ্গত, কর্ণাটক ভোভি ডেভেলপমেন্ট কর্পোরেশনে সামগ্রী সরবরাহ কেলেঙ্কারির অন্যতম অভিযুক্ত ছিলেন জিভা। এই মামলায় কর্ণাটক হাইকোর্ট সিআইডিকে ১৪ থেকে ২৩ নভেম্বরের মধ্যে জিভাকে অনলাইনে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছিল। তবে সিআইডি তাকে এরপরেও সশরীরে জিজ্ঞাসাবাদের জন্য উপস্থিত থাকতে নির্দেশ দেয় বলে জানা গিয়েছে। সেই নির্দেশ মতো ১৪ নভেম্বর তিনি সিআইডির কাছে জিজ্ঞাসাবাদের জন্য হাজির হলে সেখানে তাঁকে হেনস্তা করা হয় এবং তাঁর থেকে অভিযুক্ত ডিএসপি ২৫ লক্ষ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ। তাঁর থেকে সেই মামলা সংক্রান্ত কোনও নথি গ্রহণ করতে অস্বীকার করেছিলেন ওই ডিএসপি, এই কথারও উল্লেখ রয়েছে জিভার ডেথ-নোটে। অভিযুক্ত ডিএসপি জিভার দোকানে গিয়ে তাঁর কর্মচারীদের সামনে তাকে অপমান করেছিলেন বলে উল্লেখ করা হয়েছে এই মামলায় দায়ের করা এফআইআর-এ। ঘটনার তদন্ত করছে পুলিশ।

আরো পড়ুন:এবার মহাসমুদ্রে ডুব দিয়ে এলিয়েন খুঁজবে নাসা, কিভাবে? জানতে হলে পড়ুন

আরো পড়ুন :- NIT দুর্গাপুরে কর্মী নিয়োগ চলছে! সরাসরি ইন্টারভিউর মাধ্যমে, বেতন ২০,০০০/- টাকা

এই রকম খবর পেতে দয়া করে আমাদের চ্যানেল ফলো করুন

আরো পড়ুন :- মণিপুর সংকটের অবসানে চাই হস্তক্ষেপ, রাষ্ট্রপতিকে চিঠি খাড়গের

আরো পড়ুন :- সরল বাধা, পার্পল লাইনে দুরন্ত গতিতে হবে মেট্রোর কাজ! জোকা-বিবাদী বাগ রুট নিয়ে সুখবর

আরো পড়ুন :- বন্দে ভারতের খাবারে পোকা! অভিযোগ উঠতেই ক্যাটারিং সংস্থাকে ৫০ হাজার ফাইন রেলের

 

 

Bangla news dunia Desk

মন্তব্য করুন