১১ বছর বয়স থেকেই টিউটরের সঙ্গে সেক্স! ১৪–এ বাবা নাবালক, জানতে বিস্তারিত পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- সোশ্যাল মিডিয়ায় বছর পাঁচেকের ছেলেটির ছবি দেখে চমকে ওঠেন ব্যক্তি! এ তো হুবহু তাঁর ছেলের মতো দেখতে! কী করে সম্ভব!

ফেসবুকে পাঁচ বছরের বাচ্চার সঙ্গে তার মায়ের ছবি দেখে তো প্রায় হার্ট অ্যাটাক হওয়ার কথা। কারণ, এই মা–কেও তিনি চেনেন। তিনি তাঁর ১৯ বছরের ছেলের প্রাইভেট টিউটর। সন্দেহ ঘনীভূত হতেই সোজা হাজির পুলিশের কাছে।

তদন্তের শেষে পুলিশ জানিয়েছে, সন্দেহ অমূলক নয়। ফেসবুকে যে বাচ্চার ছবি দেখে তিনি চমকে উঠেছিলেন, সে আসলে তাঁর নাতি। তাঁর ১৯ বছরের ছেলের বাচ্চা। ১৪ বছর বয়সে, সে বাবা হয়েছে। নিউ ইয়র্কের ঘটনা। পুলিশ ডিএনএ পরীক্ষা করে নিশ্চিত, ওই নাবালকই প্রাইভেট টিউটরের বাচ্চার বাবা। নাবালক অবশ্য এই পিতৃত্বের খবর জানত না। বেআইনি ভাবে, সবাইকে অন্ধকারে রেখে এমন কাণ্ড ঘটানোয় সেই প্রাইভেট টিউটর লরা ক্যারনকে সম্প্রতি গ্রেপ্তার করেছে নিউ ইয়র্কের পুলিশ।

আরও পড়ুন:– ফের ভারতে আসছেন মেসি, কবে-কোথায় দেখা যাবে বাঁ-পায়ের জাদু?

তদন্তে উঠে এসেছে, নাবালকের ১১ বছর বয়স থেকেই শুরু হয় পড়ানো। লরা ধীরে ধীরে নাবালকের বাবা–মায়ের আস্থাভাজন হয়ে ওঠেন। ওই ১১ বছর বয়সে, ২০১৬ থেকে কার্যত লরার বাড়িতেই থাকতে শুরু করে নাবালক। তবে থেকে ১৫ বছর বয়স পর্যন্ত ওই নাবালক বেশিরভাগ সময়ে লরার কাছেই থাকত। সন্দেহ করেননি নাবালকের বাবা–মা। কখনও কখনও নাবালকের বোনও গিয়ে থাকত লরার কাছে। সেই বোন পুলিশকে বলেছে, ‘মাঝরাতে ঘুম ভেঙে দেখতাম, দাদা পাশে নেই। উঠে গিয়ে দেখেছি, ম্যামের ঘরে শুয়ে।’

পুলিশ জানিয়েছে, ২০১৬ থেকে ২০২০ পর্যন্ত ওই নাবালক লরার বাড়িতে থাকাকালীনই লরা সন্তানসম্ভবা হয়ে পড়েন। ২০১৯–এ পুত্রসন্তানের জন্ম দেন। সম্ভবত, তারপরেই তিনি নিজের কাছ থেকে নাবালককে সরিয়ে দেন। এবং একার হাতে বড় করে তুলছিলেন সন্তানকে। এরপর থেকে নাবালকের সঙ্গে তাঁর আদৌ কোনও যোগাযোগ ছিল কি না, সে বিষয়টা অন্ধকারে রেখেছে স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট।

আরও পড়ুন:– পশ্চিমবঙ্গে চালু হচ্ছে কার্বন ক্রেডিট কার্ড। কি কি সুবিধা মিলবে? জেনে নেওয়া যাক

আরও পড়ুন:– ৩০ লাখ পথ কুকুর হত্যার নিদান মরক্কোর, কেন এমন সিদ্ধান্ত ?

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন