১২০ কোটির দুর্নীতি নিয়ে খবরের জের ? সাংবাদিকের দেহ মিলল সেপটিক ট্যাঙ্কে

By Bangla News Dunia Dinesh

Published on:

 

Bangla News Dunia, দীনেশ : অবশেষে ২ দিন ধরে নিখোঁজ থাকার পর ছত্তিশগড়ের সাংবাদিক মুকেশ চন্দ্রকরের দেহ উদ্ধার হল সেপটিক ট্যাঙ্কের ভেতর থেকে। সূত্রের খবর, ১ জানুয়ারি নিখোঁজ হয়ে গিয়েছিলেন তিনি। আর ৩ জানুয়ারি তাঁর দেহ মিলল বস্তারে এক ঠিকাদারের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুকেশ কাজ করতেন একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে। সম্প্রতি, বস্তারে ১২০ কোটি টাকার একটি রাস্তা প্রকল্পের দুর্নীতি নিয়ে খবর করেছিলেন তিনি। আর সেই দুর্নীতিতেই নাম জড়িয়েছিল ঠিকাদার সুরেশ চন্দ্রকরের, যার বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার হয় মুকেশের দেহ।

আরো পড়ুন :- অবশেষে ৩২ হাজার Group D কর্মী নিয়োগ শুরু ! প্রকাশিত হল বিজ্ঞপ্তিও

মুকেশের দাদা যুকেশ চন্দ্রকরও একজন সাংবাদিক। ভাই নিখোঁজ হওয়ার পরেই পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন তিনি। ঠিকাদার সুরেশের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছিলেন তিনি। ১২০ কোটি টাকার দুর্নীতি নিয়ে খবর করার পর থেকেই ক্রমাগত হুমকি পাচ্ছিলেন মুকেশ, এমনটাও জানিয়েছিলেন তাঁর দাদা।

আরও পড়ুন:– স্পিড ব্রেকারের ঝাঁকুনিতে অ্যাম্বুল্যান্সে বেঁচে উঠলেন ‘মৃত’, তারপর….

এরপর তদন্তে নেমে মোবাইলের অবস্থান চিহ্নিত করে ঠিকাদার সুরেশের বাড়ির সেপটিক ট্যাঙ্ক থেকে মুকেশের দেহ উদ্ধার করে পুলিশ। সাম্প্রতিক কোনও খবরের সঙ্গে মুকেশের মৃত্যুর যোগ রয়েছে কিনা সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:– বরফের মতো সাদা হয়ে যাচ্ছে শিশুরা, শীতের কামড়ে আরও বেহাল গাজ়া

 

 

 

 

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন