১২ লক্ষ পর্যন্ত আয়কর ছাড়, চাকরি থেকে দ্বিগুণ সুদ ! বাজেটে বড় ঘোষণা অর্থমন্ত্রীর

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : প্রতীক্ষার অবসান, আজ ১লা ফেব্রুয়ারি প্রকাশ্যে এল বাজেট (Budget 2025)। বিগত কিছুদিন ধরে মধ্যবিত্তের জন্য কি কি ঘোষণা হতে পারে সেই নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। ট্যাক্স ছাড় থেকে শুরু করে প্রবীণদের জন্য সুদ বৃদ্ধি, এছাড়াও বাড়তে থাকা মুদ্রাস্ফীতি কমাতে কী পদক্ষেপ নেওয়া হল? রেল থেকে শুরু করে সামাজিক প্রকল্পের জন্য কত বরাদ্দ হল? চলুন এক ঝলকে দেখে নেওয়া যাক বাজেট ২০২৫।

আরও পড়ুন:– কুম্ভের মতো দুর্ঘটনা বাংলায় হলে রাষ্ট্রপতি শাসনের দাবি তুলত বিজেপি, কটাক্ষ অভিষেকের

বাজেট ২০২৫ | Budget 2025

এদিন সকাল ১০.৪৫ নাগাদ সংসদে পৌঁছান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপর বেলা ১১টা বাজতেই শুরু হয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামানের বাজেটের ভাষণ। দেশের পরিকাঠামোগত উন্নয়ন, শিল্প উৎপাদন বৃদ্ধি থেকে শুরু করে কৃষিক্ষেত্র ও সর্বোপরি ‘জিরো পোভার্টি’কেই গুরুত্ব দেওয়া হবে বলে জানানো হয়।

টিসিএসের সীমা বেড়ে ১০ লক্ষ

এতদিন পর্যন্ত ৭ লক্ষ টাকা পর্যন্ত টাকার ক্ষেত্রে ট্যাক্স কালেক্টেড অ্যাট সোর্স ছিল না। তবে এবার সেটা বাড়িয়ে ১০ লক্ষ করে দেওয়া হয়েছে। সুতরাং এবার রেমিটেন্সের মাধ্যমে ১০ লক্ষ টাকা পর্যন্ত অ্যাকাউন্টে এলেও কোনো TDS দিতে হবে না।

বাড়ল প্রবীণদের ডিডাকশন

আয়করের নিয়ম অনুযায়ী ৫০,০০০ টাকা পর্যন্ত ডিডাকশনে বাদ দেওয়া যেত। তবে এবার সেটা আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। এখন থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশন ৭৫,০০০ টাকা করে দেওয়া হল। এখানেই শেষ নয়, প্রবীণদের জন্য ডিডাকশনের পরিমাণ ৫০,০০০ থেকে বাড়িয়ে ১ লক্ষ করে দেওয়া হয়েছে।

দ্বিগুণ হল প্রবীণদের সুদের হার

দেশের প্রবীণ নাগরিকেরা বেশিরভাগ  ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিটে টাকা রাখেন। সেখান থেকে পাওয়া সুদের টাকা দিয়েই অবসরের খরচ চালান। তাই বাজেটে প্রবীণদের মুখে হাসি ফুটিয়ে সুদের হার বৃদ্ধির ঘোষণাও করা হয়েছে।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন