১৪ হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে অন্য মহাদেশে গেলেন যুবক, কারণ জানতে পড়ুন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- দেশ থেকে বহু দূরে পাড়ি দিয়ে ক্লাব ফুটবল দেখতে যাবেন এমন কথা কেউ ভাবেন কি? হয়তো নয়। কিন্তু স্বপ্ন এমন জিনিস যা মানুষকে তাড়া করে বেড়ায়। আর সেই স্বপ্ন সফল করার ইচ্ছা যদি একটা পর্যায়ে পৌঁছে যায় তখন তা জেদের রূপ ধরে।

এই যুবকের ক্ষেত্রেও সেটাই হয়েছে। ছোট বয়স থেকেই তিনি ইংল্যান্ডের বিখ্যাত ফুটবল ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ভক্ত। ছোট বয়সেই মনে মনে ভেবেছিলেন কোনও একটা দিন তিনি ইংল্যান্ডের মাঠে বসে ম্যাঞ্চেস্টারের ফুটবল ম্যাচ দেখবেন।

সেই ছোট বয়সের স্বপ্ন সযত্নে লালিত করে অবশেষে এসে এই যুবা বয়সে সেই স্বপ্ন পূরণ করলেন। মঙ্গোলিয়ার বাসিন্দা ওচিরবানি ব্যাটবোল্ড কেবল যে নিজেই ম্যাঞ্চেস্টারের খেলা দেখবেন বলে স্বপ্ন দেখেছিলেন তা নয়, স্থির করেছিলেন যেদিন তিনি যাবেন খেলা দেখতে সেদিন মাকেও সঙ্গে নিয়ে যাবেন।

আরও পড়ুন:– ওভারহেড ইলেকট্রিক তারের ওপর শুয়ে পড়েও অদ্ভুত রক্ষা যুবকের, কিভাবে সম্ভব ?

সেটাই তিনি করেছেন। তবে মঙ্গোলিয়া থেকে ইংল্যান্ডের ওল্ড ট্র্যাফোর্ডে পৌঁছতে ওচিরবানি কোনও বিমান ধরেননি। বরং সাইকেলকে বেছে নিয়েছিলেন। সাইকেলে চড়ে তিনি পাড়ি দিয়েছিলেন মাকে নিয়ে ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের ফুটবল ম্যাচ দেখতে।

১৪ হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে তিনি অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে শেষপর্যন্ত কিন্তু পৌঁছে যান ফুটবল স্টেডিয়ামে। সেখানে বসে মাকে নিয়ে খেলাও দেখেন। সার্থক করেন তাঁর স্বপ্নকে।

ইংল্যান্ডে পৌঁছনোর আগে তাঁর ছোটবেলার ভালবাসার ক্লাবকে একটি বার্তাও দেন যে তিনি সাইকেলে চেপে মাকে নিয়ে খেলা দেখতে যাচ্ছেন ইংল্যান্ডে। এই খবর ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

মঙ্গোলিয়ার ওই যুবকের সাইকেলে চেপে ১৪ হাজার কিলোমিটার পথ অতিক্রম করে পছন্দের ক্লাবের ফুটবল ম্যাচ দেখতে যাওয়ার অদ্ভুত কাহিনি বিভিন্ন সংবাদমাধ্যমে ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

আরও পড়ুন: ২০২৫-এ কেমন হবে ভারতের সঙ্গে রসায়ন? জানালেন বাংলাদেশের সেনাপ্রধান

আরও পড়ুন:– বিমানযাত্রীদের জন্য সুখবর, ডোমেস্টিক ফ্লাইটেও মিলবে Wi-Fi পরিষেবা, কিভাবে এই সুবিধা পাবেন ? জানুন

 

 

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন