১৫ মিনিটে বাড়িতে পৌঁছবে অর্ডার, ক্যুইক কমার্সে নামছে Amazon-ও

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

jeff bezos , amazon

Bangla News Dunia, বাপ্পাদিত্য:- এ বার ক্যুইক কমার্সে নামছে অ্যামাজ়ন। অ্যাপে অর্ডার দেওয়ার কয়েক মিনিটের মধ্যেই বাড়িতে পৌঁছে যাবে যাবতীয় জিনিস। জ্যোমাটোর ব্লিনকিট থেকে স্যুইগির ইনস্টামার্ট, জেপ্টো থেকে বিগ বাস্কেট- ক্যুইক কমার্সের বাজার দখলের লড়াইয়ে এ বার ই-কমার্স জায়ান্ট অ্যামাজ়নও। ভারতে ক্যুইক কমার্সের বাজারের আয়তন এখন ৬ বিলিয়ন মার্কিন ডলার, সেখানেই জমি দখল করতে কড়া টক্করে নেমেছে একাধিক ই-কমার্স সংস্থা।

১০ ডিসেম্বর ক্যুইক কমার্সের দুনিয়ায় সংস্থার পা রাখার কথা জানান অ্যামাজ়ন ইন্ডিয়ার কান্ট্রি ম্যানেজার সমীর কুমার। চলতি মাসের শেষেই বেঙ্গালুরুতে পাইলট প্রজেক্ট শুরু করবে সংস্থা। সংবাদমাধ্যম সূত্রের খবর, প্রাথমিকভাবে অ্যামাজ়ন ভেবেছে ক্যুইক কমার্সের এই পরিষেবার নাম হবে Tez, যদিও তা এখনও সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে তা জানানো হয়নি।

দিল্লিতে সংস্থার একটি অনুষ্ঠানে সমীর কুমার জানান, গ্রাহকদের কাছে ১৫ মিনিট বা তারও কম সময়ে নিত্য প্রয়োজনীয় জিনিস পৌঁছে দেবে অ্যামাজ়নের নতুন এই পরিষেবা।

সম্প্রতি ভারতে ক্রেতাদের পছন্দ বদলাতে দেখা গিয়েছে। আগে ১-২ দিন সময় লাগতো ডেলিভারির জন্য। কিন্তু ক্রমশই নিত্যপ্রয়োজনীয় জিনিসের জন্য ক্যুইক কমার্সের উপর নির্ভরশীলতা বাড়তে দেখা যাচ্ছে ক্রেতাদের। দেখা গিয়েছে, ফ্লিপকার্ট ও অ্যামাজ়নের মতো বড় ই-কমার্স সংস্থাগুলির ব্যবসাতেও ধাক্কা দিয়েছে ক্যুইক কমার্স সংস্থাগুলি। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই কারণেই বাজার ধরতে ক্যুইক কমার্সে পা রাখছে বড় ই-কমার্স সংস্থাগুলি। এই সংস্থাগুলির কাস্টমার বেস ইতিমধ্যেই তৈরি। তাঁদের ধরে রাখতেই ক্যুইক কমার্সে ঝাঁপাচ্ছে এরা।

আরো পড়ুন:- মাশরুমের উপকারিতা জুরি মেলা ভার ! কি জানালেন পুষ্টিবিদ?

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন