Bangla News Dunia, বাপ্পাদিত্য:- আলাপ হয়েছিল ইন্সটাগ্রামে। সেখান থেকেই ভাব। তার পরে শলা-পরামর্শ করে বাড়ি থেকে ধাঁ। মেয়েটির বয়স মাত্র ১০ বছর, ছেলেটির বয়স ১৬ বছর। গুজরাটের এই ঘটনায় হতবাক প্রায় সকলেই। মেয়েটির পরিবারের অভিযোগ পেয়ে তড়িঘড়ি তল্লাশিতে নামে পুলিশ। শেষ পর্যন্ত বাড়ির কাছাকাছি একটি গ্রাম থেকে তাদের ধরা হয়। ২ জনকেই জুভেনাইল হোমে পাঠানো হয়েছে।
ঘটনাটি ৩১ ডিসেম্বরের। পঞ্চম শ্রেণির এক ছাত্রী, বছর দশেক বয়স, বাড়ি থেকে নিখোঁজ হয়ে গিয়েছিল। গুজরাটের ধানসুরা গ্রামের ওই ঘটনায় শোরগোল পড়ে যায়। দ্রুত খোঁজ শুরু হয় ওই নাবালিকার। মেয়ের খোঁজ না পেয়ে পুলিশের কাছে অভিযোগ জানায় পরিবার। তাদের মেয়েকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ করা হয় পরিবারের তরফে।
আরও পড়ুন:– মধ্যবিত্তের টাকা জমানোর গোপন সূত্র। বিশেষজ্ঞের এই নিয়ম মেনে 1 মাস সংসার চালান, আর ম্যাজিক দেখুন
তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে, ইনস্টাগ্রামের মাধ্যমে কোনও একজনের সঙ্গে পরিচয় হয়েছিল ওই বালিকার। তারপরে দুই জনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ৩১ ডিসেম্বরেই তারা পরিকল্পনা করে পালিয়ে যাওয়ার। সেই মতো তাদের ৩ জন বন্ধুর সাহায্যে বাড়ি থেকে পালায় তারা। পুলিশ জানিয়েছে, মেয়েটির বাবা সোশ্যাল মিডিয়ার সম্পর্কে কিছুই জানতো না। পুলিশ জানতে পারে মায়ের ফোন থেকে ইনস্টাগ্রাম ব্যবহার করত মেয়েটি। সেভাবেই ছেলেটির সঙ্গে যোগাযোগ হয়। ওই ছেলেটি অন্য গ্রামে থাকে। দুইজনের মধ্যে প্রায়শই ফোনে কথাও হতো। অবশেষে মেয়েটির খোঁজ পায় পুলিশ। গোটা ঘটনায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।
বছরখানেক আগে প্রায় এরকমই একটি ঘটনা ঘটেছিল মধ্যপ্রদেশে। সেখানে ১৫ বছর বয়সী এক কিশোরী পালিয়ে গিয়েছিল ২৭ বছরের এক যুবকের সঙ্গে। তাদেরও আলাপ হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন:– এখনই কিনবেন না এই সব স্মার্টফোন, দিন কয়েক পরেই কমতে পারে দাম
আরও পড়ুন:– ক্যানসারের চিকিৎসায় বাঙালি বিজ্ঞানীদের যুগান্তকারী আবিষ্কার, জানুন বিস্তারিত
রেলওয়ে আরআরবি গ্রুপ ডি নিয়োগ 202 5: 32,438টি শূন্যপদ, আবেদন করুনhttps://t.co/rgrAaYMhdT
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Clerk নিয়োগ 2025 : বিজ্ঞপ্তি বেরল, এখনই আবেদন করুনhttps://t.co/PIWUVuXIy7
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025