Bangla News Dunia, Pallab : ভারতীয় রেল (Indian Railways) বিশ্বের বৃহত্তম নেটওয়ার্কগুলির মধ্যে একটি। আপনিও কখনও না কখনও নিশ্চয়ই ট্রেনে ভ্রমণও করেছেন নিশ্চয়ই। এত বড় রেল নেটওয়ার্ক চালানো কিন্তু মোটেই মুখের কথা নয়। লক্ষ লক্ষ কর্মীর কঠিন পরিশ্রম প্রতিদিন এতে লুকিয়ে থাকে। যার মধ্যে অন্যতম হলেন স্টেশন মাস্টার। এক রেলস্টেশন স্টেশন মাস্টার ছাড়া চলে না। তবে এবার রেলের এই ১৭২ বছরের ইতিহাসে নাকি উঠে যেতে চলেছে স্টেশন মাস্টারের পদ! এমনটাই এখন কানাঘুষো শোনা যাচ্ছে। সত্যিই কি তাই? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই লেখাটির ওপর।
আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়
রেলের বিভিন্ন জোনে গেল প্রস্তাব
খুব সম্ভবত রেলের গুরুত্বপূর্ণ স্টেশন মাস্টারের পদে বদল ঘটতে চলেছে। আর এই মর্মে বিভিন্ন জোনকে চিঠি পাঠাল অল ইন্ডিয়া স্টেশন মাস্টার্স অ্যাসোসিয়েশন। এমনিতে যত সময় এগোচ্ছে দেশের রেল স্টেশনগুলির চেহারাই কার্যত বদলে যাচ্ছে। ইতিমধ্যে এমন কিছু রেল স্টেশনের ছবি প্রকাশ্যে এসেছে যেগুলিকে দেখলে এক নজরে সেটা রেল স্টেশন না বিমানবন্দর বোঝা দায়। আর এই স্টেশনগুলির বদলের পাশাপাশি এবার আগামি দিনে স্টেশন মাস্টার এবং স্টেশন সুপারিন্টেন্ডেন্ট পদে বদল নিয়েও চিন্তা ভাবনা করছে রেল বলে খবর।
এই বদল করা প্রসঙ্গে পূর্ব রেলের বিভিন্ন জোনের প্রিন্সিপাল চিফ অপারেশন ম্যানেজারদের কাছে চিঠি পাঠিয়েছে রেল পর্ষদ। আর এই চিঠিতে রেল পর্ষদের জয়েন্ট ডিরেক্টর তুষার সারস্বত জানিয়েছেন, অল ইন্ডিয়া স্টেশন মাস্টার্স অ্যাসোসিয়েশুন ওই পদগুলির বদল চেয়েছে। এই বিষয়ে সকলের মতামত কী তা জানানো হোক।
চাকরিহারা হবেন কেউ?
না তবে চিন্তার কিছু নেই, এই কাজের ফলে দেশের ৩৮ হাজার স্টেশন মাস্টার , ডেপুটি স্টেশনব মাস্টার পদে কর্মরতরা লাভবান হবেন। আর এমনটাই জানিয়েছেন অল ইন্ডিয়া স্টেশন মাস্টার্স অ্যাসোসিয়েশনের আসানসোল ডিভিশনের সেক্রেটারি অনিমেষ কুমার। এই নাম বদল প্রসঙ্গে অনিমেষ কুমার জানিয়েছেন, ‘নাম পরিবর্তনে একাধিক ক্ষেত্রে লাভ হবে। আমাদের দাবি মানা হলে বর্তমানে লেভেল ৮ পর্যায়ে মাস্টার গেজেটেড পোস্ট পেয়ে স্টেশন মাস্টার হবেন।’
তিনি আরও জানান, ‘লেভেল ৯ অর্থাৎ হাওড়া, শিয়ালদা, আসানসোলের মতো রেল স্টেশনগুলিতে বর্তমানে অ্যাসিস্ট্যান্ট অপারেটিং ম্যানেজার পর্যায়ের কর্মীরা স্টেশন সুপারিন্টেন্ডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। আমাদের এখন দাবি, ওই পদে স্টেশন মাস্টার থেকে নিয়োগ করতে হবে। সেক্ষেত্রে নাম বদলে স্টেশন ডিরেক্টর হবে।’ তিনি আশাবাদী, দেশের সবকটি রেলওয়ে জোন এই প্রস্তাবে সায় দেবে।