১৭,৫০০ টাকা বেতনে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে BEL সংস্থায় প্রচুর কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখে নিন

By Bangla News Dunia Desk Bappaditya

Published on:

 

Bangla News Dunia, বাপ্পাদিত্য:-  আইটিআই পাশের আগ্রহী প্রার্থীদের বিরাট চাকরির সুখবর। ভারত ইলেকট্রিক লিমিটেডের পক্ষথেকে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এখানে আইটিআই, টেকনিশিয়ান ও অন্যান্য শিক্ষানবিশ (অ্যাপ্রেন্টিস) পদে প্রায় ৯০ জনের অধিক কর্মী নিয়োগ হবে এবং এখানে চাকরি প্রার্থীদের মাসে ১৭,০০০ হাজার টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে। অতএব এখানে যে সকল প্রার্থীরা আবেদন করবেন তারা নিচে উল্লেখ করা নিবন্ধটিতে দেখেনিন পদের সংখ্যা, যোগ্যতা, বয়সসীমা, বেতনসীমা, আবেদন পদ্ধতি, আবেদন তারিখ ও নিয়োগ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত।

BEL Recruitment 2025: বিবরণ

শূন্যপদের নাম: এখানে টেকনিশিয়ান (ডিপ্লোমা) শিক্ষানবিশ, আইটিআই শিক্ষানবীশ, বি.কম শিক্ষানবিশ ও গ্রাজুয়েট শিক্ষানবিশ পদে নিয়োগ হবে।

শূন্যপদের সংখ্যা: এখানে সবমিলিয়ে মোট ৯৮ টি শূন্যপদ রয়েছে। যার মধ্যে গ্রাজুয়েট শিক্ষানবিশ পদে ৬৩ জন, টেকনিশিয়ান (ডিপ্লোমা) শিক্ষানবিশ পদে ১০ জন, আইটিআই শিক্ষানবীশ ১৫ জন ও বি.কম শিক্ষানবিশ পদে ১০ কর্মী নিয়োগ হবে।

মাসিক বেতনসূচি: এখানে চাকরিজীবীদের মাসিক বেতন প্রদান করা হবে ৮,০৫০/- টাকা থেকে ১৭,৫০০/- টাকা।

আরও পড়ুন:– ঠান্ডার আবহেও IPO-র বাজার গরম, দেখুন কোন দিন কোন সংস্থায় লগ্নির সুযোগ মিলবে

যোগ্যতার মাপকাঠি

শিক্ষাগত যোগ্যতা: BEL Recruitment 2025 – এ আবেদন করার জন্য আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা দরকার ITI, B.Com, B.E, B.Tech, Diploma ও Graduation।

বয়সসীমা: BEL Recruitment 2025 – এ আবেদন করার জন্য আবেদনকারীদের বয়স দরকার সর্বোচ্চ ২৫ বছর।

আবেদন পদ্ধতি (BEL Recruitment 2024-25 Apply Process)

আবেদনকারীদের ভারত ইলেকট্রিক লিমিটেডের শিক্ষানবিশ পদে আবেদন করতে হবে ওয়াক-ইনের মাধ্যমে।

তাহলে আবেদনকারীরা প্রথমে BEL সংস্থার অফিসিয়াল পোর্টালে ভিজিট করে অফিসিয়াল বিজ্ঞপ্তি সংগ্রহ করবেন। তারপর আবেদন পত্রটি A4 সাইজের পেপারে প্রিন্ট আউট করবেন। ফর্মটি আবেদনকারীর প্রয়োজনীয় তথ্যসমূহ দিয়ে ফর্মটি ফিলাপ করবেন। তারপর একটি মুখবন্ধ খামে আবেদনকারীর প্রয়োজনীয় নথিপত্রের জেরক্স ও আবেদন ফর্মটি ভরে নিবেন। তারপর নিদির্ষ্ট সময়ে নিদির্ষ্ট ঠিকানায় নিজে গিয়ে জমা করে দিবেন।

আপনি যদি ডেইলিহান্টে এই প্রতিবেদন দেখে থাকেন তবে সমস্ত প্রকারের প্রয়োজনীয় লিঙ্ক আপনি Banglanewsdunia.com ওয়েবসাইটে গিয়ে পেয়ে যাবেন।

অফিসিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে আবেদন ফর্ম জমা করার ঠিকানা।

আবেদন তারিখ: আবেদনকারীরা ২১/০১/২০২৫ তারিখ ও ২২/০১/২০২৫ তারিখ ওয়াক-ইনের মাধ্যমে আবেদন ফর্ম জমা করতে পারবেন।

নিয়োগ পদ্ধতি (BEL Recruitment 2025 Selection Process)

আবেদনকারীদের সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরিতে নির্বাচিত করা হবে।

প্রয়োজনীয় লিঙ্ক

অফিসিয়াল ওয়েবসাইট www.bel-india.in

 

আরও পড়ুন:– দাবানলের কারণ কী? ট্রাম্প থেকে মাস্ক, কে কোন যুক্তি দিচ্ছেন ?

আরও পড়ুন:– ৪০০ বছর আগে বাড়িতে তৈরি টেলিস্কোপে গ্যালিলিও কিভাবে বৃহস্পতির ৪টি উপগ্রহের সন্ধান পান ?

 

Bangla News Dunia Desk Bappaditya

মন্তব্য করুন