১৭ দিনে তৃতীয়, কোটায় নিট পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার ! এত আত্মহত্যার কারণ কি ?

By Bangla News Dunia Dinesh

Published on:

Bangla News Dunia, দীনেশ : ১৭ দিনে তৃতীয়। ফের রাজস্থানের (Rajasthan) কোটায় পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর (Kota Student Death) ঘটনা ঘটল। ঘর থেকে উদ্ধার হল ১৮ বছরের পড়ুয়ার ঝুলন্ত দেহ।

জানা গিয়েছে, ওই নিট (NEET) পড়ুয়া ওডিশার (Odisha) বাসিন্দা। কোটায় কোচিংয়ের জন্য এসেছিলেন তিনি। বিজ্ঞান নগরে থাকতেন পেয়িং গেস্ট হিসেবে। ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তবে কী কারণে এমন ঘটনা ঘটল, কেন তিনি আত্মহত্যা করলেন, না এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে, সে বিষয়টি এখনও স্পষ্ট নয়। পড়ুয়ার বাড়িতে খবর দেওয়া হয়েছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

আরো পড়ুন :- বরফে ঢাকা গ্রিনল্যান্ড কিনতে কেন এত মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? জানতে পড়ুন বিস্তারিত

তবে এই প্রথম নয়। এর আগেও কোটায় পড়ুয়া মৃত্যুর খবর সামনে এসেছে। নতুন বছরের শুরুতেই গত ১৭ দিনে এনিয়ে তৃতীয় অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল সেখানে। গত সপ্তাহে দুটি পৃথক ঘটনায় জয়েন্টের দুই পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যুর ঘটনা সামনে আসে। তাঁদের মধ্যে একজন হরিয়ানার, অপরজন মধ্যপ্রদেশের। তাঁরাও পেয়িং গেস্ট হিসেবে থাকতেন। ঘর থেকে তাঁদের দেহ উদ্ধার হয়। তবে মেলেনি কোনও সুইসাইড নোট। পড়াশোনা নিয়ে কোনও মানসিক চাপে তাঁরা ছিলেন কি না, এসব বিষয়গুলি এখনও স্পষ্ট নয়। বারবার এমন ঘটনায় পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ঘটনার তদন্ত করছে পুলিশ।

আরো পড়ুন :- সাংবাদিকের সঙ্গে প্রেমে মজে মেসি? মুখ খুললেন মার্তিনেজ়

আরো পড়ুন :- ২টো কম্পিউটার আর দুজনের টিম, মাসে মাসে ঘরে বসে আয় ১.৫ লক্ষ টাকা ! একদম নতুন ব্যবসা

Bangla News Dunia Dinesh

মন্তব্য করুন