১৮০০০ অবৈধ নাগরিককে ফেরত পাঠাবে আমেরিকা !

By Bangla News Dunia Desk - Pallab

Published on:

Bangla News Dunia, Pallab : রাষ্ট্রপতি হিসাবে শপথ নেওয়ার পর থেকেই একেরপর এক ঘোষণা বড় ঘোষণা করে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ ক্যাম্পেন এর জন্য একাধিক কঠোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শপথ গ্রহণ অনুষ্ঠানের শেষেই বেশ কিছু নতুন নতুন আদেশে স্বাক্ষর করেছেন তিনি। যার দরুন অবৈধভাবে যে সমস্ত ভারতীয়রা আমেরিকায় প্রবেশ করেছেন তাদের বের করার জন্য উঠে পরে লেগেছে ট্রাম্প সরকার। ইতিমধ্যেই ভারত সরকার আমেরিকার প্রশাসনের সাথে এই কাজের প্রস্তুতি নিচ্ছে।

আরও পড়ুন:– বিরাট কর্মসংস্থানের সুযোগ, নতুন বিনিয়োগ হলদিয়া শিল্প তালুকে, জানুন এক ক্লিকেই 

আমেরিকা থেকে ফেরানো হবে অবৈধ ভারতীয় অনুপ্রবেশকারীদের

জানা যাচ্ছে প্রায় ১৮,০০০ নাগরিককে ফিরিয়ে দেওয়া হবে। যদিও আসল সংখ্যাটা এর  থেকেও অনেক বেশি হতে পারে বলে অনুমান। সাউথ চাইনা মর্নিং পোস্টের মতে, ভারত অবৈধ প্রবেশকারীদের ফেরানোর জন্য যাচাই পক্রিয়া শুরু করবে। তবে নাম পরিচয়ে অনিচ্ছুক ব্যক্তি জানান, আমেরিকায় ভারতীয় অনুপ্রবেশকারীর সংখ্যা ঘোষণা হওয়া সংখ্যার তুলনায় অনেক বেশি। বিশেষ করে পশ্চিমি ভারতের রাজ্য যেমন পাঞ্জাব ও গুজরাট থেকে বহু যুবকেরা আমেরিকায় অনুপ্রবেশ করেন।

অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে আরও কঠোর ট্রাম্প সরকার

ভোটের প্রচারের সময়েই ট্রাম্প সরকার অনুপ্রবেশকে ইস্যু করেছিলেন। সোমবার শপথ গ্রহণের কয়েক ঘন্টার মধ্যেই সেই মর্মে কার্যকরী আদেশ জারি করা হয়। বার্থ রাইট সিটিজেনশিপ বা জন্মের ভিত্তিতে নাগরিকত্বের অধিকার বাতিল করা হয়েছে। একইসাথে আমেরিকা-মেক্সিকো বর্ডারে সেনা পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরেই অনুপ্রবেশকারীদের দেশে ফেরানোর জন্য তৎপর হয়েছে মার্কিন প্রসাশন।

ভারতের লাভ

অবৈধ অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর পক্রিয়ায় ভারত সরকারের তরফ থেকে সহযোগিতার যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে। ফলে আশা করা হচ্ছে যে আগামী দিনে ভারতীয় ছাত্রদের আমেরিকা যাওয়ার H-1B ভিসা ইস্যু হওয়া চালু থাকবে। ভারতের বিদেশ মন্ত্রকের প্রবক্তা রণধীর জয়সওয়াল জানান, ‘প্রবাসে অবৈধ অভিবাসন বন্ধ করার জন্য ভারত সরকার ও মার্কিন সরকারি যৌথভাবে কাজ করছে। অক্টোবর মাসেও বেশ কিছু ভারতীয় নাগরিকদের চার্টার্ড ফ্লাইটে করে দেশে ফেরানো হয়েছিল।

Bangla News Dunia Desk - Pallab

মন্তব্য করুন