Bangla News Dunia, বাপ্পাদিত্য:- ১৮৫০ সাল থেকে প্রতিবছর বিশ্বজুড়ে তাপমাত্রার হিসাব রাখা শুরু হয়েছে। নেহাত কম দিন নয়। ১৭৫ বছরের রেকর্ড হাতে রয়েছে বিশ্বের। আর সেই রেকর্ড বলছে ২০২৪ সাল হল ১৮৫০ সাল থেকে এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে উত্তপ্ত বছর।
২০২৪ সালে বিশ্বজুড়ে যে পারদ চড়েছে তা গত ১৭৫ বছরে হয়নি। মাপকাঠি হিসাবে যে প্রি-ইন্ডাস্ট্রিয়াল লেবেল রয়েছে তাতে বলা হয় ১.৫ ডিগ্রি পারদ চড়া মানে তা বিপজ্জনক।
সেখানে ২০২৪ সালের সার্বিক হিসাব বলছে ১.৬ ডিগ্রি পারদ চড়েছে। ফলে ২০২৪ সাল এখনও পর্যন্ত বিশ্বের সবচেয়ে উত্তপ্ত বছর। এটা নিশ্চিত করেছে ইউরোপিয়ান ইউনিয়নের অর্থ সাহায্যপুষ্ট কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস বা সি৩এস।
আরও পড়ুন:– বাংলাদেশের বাসিন্দাদের উপর বিপুল ট্যাক্স চাপালেন ইউনূস, বিপাকে সাধারণ মানুষ, বিস্তারিত জানুন
এর আগে ২০২৩ সাল ছিল বিশ্বের উষ্ণতম বছর। কিন্তু ২০২৪ তাকেও টেক্কা দিয়েছে। যা পরিস্থিতি তাতে কোপারনিকাসের পরামর্শ অবিলম্বে বিশ্ব উষ্ণায়ন নিয়ে পদক্ষেপ করার প্রয়োজন রয়েছে। তাদের বক্তব্যে স্পষ্ট যে জল মাথার ওপর দিয়ে বইছে।
ফলে দ্রুত সতর্ক হতে হবে। জলবায়ু সংক্রান্ত প্যারিস চুক্তি অনুযায়ী যে ভয়ংকর মাত্রা স্থির হয়েছে তা এখনও না ছুঁলেও যা পরিস্থিতি তাতে পারদে লাগাম না দিতে পারলে সেদিন দূরে নয় যে তা প্যারিস চুক্তি অনুযায়ী মাত্রাও ছাড়িয়ে যাবে।
তাই অবিলম্বে বিশ্বজুড়ে উত্তাপ বৃদ্ধিতে কীভাবে নিয়ন্ত্রণ আনা যায় তা নিশ্চিত করার পথে এগোতে হবে।
আরও পড়ুন:– উচ্চ বেতনে কলকাতা হাই কোর্টে কর্মী নিয়োগ চলছে! কিভাবে আবেদন করবেন দেখুন
আরও পড়ুন:– বিচারের ভুলে ২৫ বছর বন্দি থাকার পর সুপ্রিম নির্দেশে মুক্তি, পড়ুন এক নিদারুন কাহিনী
রেলওয়ে নিয়োগ 2025 : 32,438টি গ্রুপ ডি শূন্যপদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/8GpFZxawtG
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025
পশ্চিমবঙ্গ চাকরির শূন্যপদ 2025 : সমস্ত WB চাকরির নিয়োগ আপডেট জানুনhttps://t.co/QDNLjfCNhF
— The Global Press Bangla (@kaushik94544429) January 4, 2025
SBI Recruitment 2025 : 14191 ক্লার্ক শূন্য পদের জন্য অনলাইনে আবেদন করুনhttps://t.co/950tLOEBdm
— The Global Press Bangla (@kaushik94544429) January 6, 2025