Bangla News Dunia , Rajib : পোয়া বারো হতে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মীদের। এক কথায় সরকার এবার যা প্ল্যান করেছে তাতে করে সকলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরও বেশি করে টাকা ক্রেডিট হতে চলেছে। আর এই নতুন প্ল্যান পেনশন সংক্রান্ত। কেন্দ্রীয় পেনশন ব্যবস্থায় নতুন বছর অর্থাৎ ১ জানুয়ারি থেকে বিরাট বদল ঘটতে চলেছে। এমনিতে সেন্ট্রালাইজড পেনশন পেমেন্ট সিস্টেম (CPPS) এর অধীনে অক্টোবরে জম্মু, শ্রীনগররে ৪৯০০০ এরও বেশি ইপিএস পেনশনভোগীদের পেনশন হিসাবে প্রায় ১১ কোটি টাকা দেওয়া হয়েছিল।
পেনশন ব্যবস্থায় বদল
এই সিপিপিএস ব্যবস্থায় ১ জানুয়ারি, ২০২৫ থেকে বদল ঘটতে শুরু করেছে। শুক্রবার এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডব্য। এমপ্লয়িজ পেনশন স্কিম ১৯৯৫ এর অধীনে, সিপিপিএস পরিবর্তন করবে যে পেনশনভোগীদের পেনশন শুরু হওয়ার সময় যাচাইয়ের জন্য ব্যাঙ্কে যেতে হবে না এবং পেনশন রিলিজ করার সঙ্গে সংগে তাদের অ্যাকাউন্টেও পৌঁছে যাবে।
বর্তমানে ইপিএফও-র প্রতিটি জোনাল বা আঞ্চলিক অফিসে মাত্র ৩-৪টি ব্যাঙ্কের সঙ্গে চুক্তি রয়েছে এবং তাদের মাধ্যমেই এই কাজ করা হয়। সিপিপিএস বাস্তবায়িত হলে পেনশনভোগীকে এক শহর থেকে অন্য শহরে যাওয়া বা ব্যাংক বা শাখা পরিবর্তন করেও পেনশন প্রদানের আদেশ স্থানান্তর করতে হবে না এবং দেশের যে কোনও ব্যাংকের শাখা থেকে পেনশন তুলতে পারবেন।
CPPS কী?
এখন আপনিও নিশ্চয়ই ভাবছেন যে CPPS কী? তাহলে জানিয়ে রাখি, সিপিপিএস হল একটি পেনশন প্রকল্প। এর ফলে পেনশনভোগীরা দেশের যে কোনও ব্যাঙ্কের শাখা থেকে পেনশন পেতে পারেন। সিপিপিএস-এর আওতায় পেনশনভোগীদের ব্যাঙ্ক বদল বা অ্যাকাউন্ট ট্রান্সফার করার সময় পেনশনের জন্য ব্যাঙ্কে যেতে হবে না। এর মাধ্যমে দেশের যে কোনো ব্যাংক ও যেকোনো শাখা থেকে পেনশন নিতে পারবেন পেনশনভোগীরা।
বর্তমান ব্যবস্থায় প্রতিটি জোনাল/জোনাল অফিসের সঙ্গে মাত্র ৩-৪টি ব্যাংকের পৃথক চুক্তি থাকে। সিপিপিএস-এর অধীনে, পেনশন শুরু হওয়ার সময় পেনশনভোগীদের কোনও যাচাইয়ের জন্য শাখায় যাওয়ার প্রয়োজন হবে না এবং পেনশন অবিলম্বে জমা দেওয়া হবে। অর্থাৎ বিদ্যমান পেনশন বণ্টন ব্যবস্থা থেকে সিপিপিএস একটি উল্লেখযোগ্য পরিবর্তন।
#END