Bangla News Dunia, বাপ্পাদিত্য:- কেন্দ্রীয় বাজেটের পরও দেশের শেয়ার বাজারে অস্থির ভাব বজায় রয়েছে। কয়েকটি সেক্টরের পারফরম্যান্স ভালো হলেও অনেক সেক্টর ডাউনফল অব্যাহত রয়েছে। শুক্রবার রিজ়ার্ভ ব্যাঙ্ক রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমালেও তা পরিস্থিতিকে বদলে দিতে পারেনি। কারণ শেয়ার বাজারের এই পরিস্থিতির জন্য অনেক ফ্যাক্টর রয়েছে। টাকার সাপেক্ষে ডলারের দাম বেড়ে যাওয়া বা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক চাপানোর ঘোষণার প্রভাবও স্টক মার্কেটকে সহ্য করতে হয়েছে। এই পরিস্থিতিতে লগ্নি করতে চাইলে এমন স্টকের সন্ধান করতে হবে, যেগুলি দীর্ঘমেয়াদি আকর্ষণীয় রিটার্ন দেওয়ার ক্ষমতা রাখে। এ রকমই কয়েকটি স্টকের সন্ধান দেওয়া হলো এই প্রতিবেদনে। স্টক রিপোর্ট প্লাসের রিপোর্ট অনুযায়ী এই স্টকগুলি ১ বছরে ৫০ শতাংশ পর্যন্ত রিটার্ন দিতে পারে।
জুনিপার হোটেলস: এই স্টকের জন্য ‘Strong Buy’ পরামর্শ রয়েছে। এক বছরে ৭৩ শতাংশ পর্যন্ত বাড়তে পারে এই স্টক।
অরবিন্দ ফার্মা: ওষুধ প্রস্তুতকারক এই সংস্থার স্টক ‘Buy’-এর পরামর্শ দেওয়া হয়েছে। ১ বছরে ৬৩ শতাংশ পর্যন্ত বাড়তে পারে এই সংস্থার শেয়ার।
ট্রিল: ট্রান্সফরমার অ্যান্ড রেক্টিফায়ার্স ইন্ডিয়ার স্টকও কেনার বিষয়ে রয়েছে ‘Strong Buy’ রেটিং। এর দামও এক বছরে ৬২ শতাংশ বাড়তে পারে।
কোল ইন্ডিয়া: দেশের রাষ্ট্রায়ত্ত সংস্থার স্টক কিনতে পারেন আগামী দিনে। এর আপসাইড পোটেন্সিয়াল ৫৯ শতাংশ। অর্থাৎ ১ বছরে ৫৯ শতাংশ পর্যন্ত দাম বাড়তে পারে।
পলিক্যাব ইন্ডিয়া: এই সংস্থার স্টক কিনে রাখলে ১ বছরে ৫৯ শতাংশ পর্যন্ত রিটার্ন মিলতে পারে।
ভি গার্ড ইন্ডাস্ট্রিজ়: কনজ়িউমার ডিউরাবেলস সেক্টরের স্টকগুলি বাজেটের পর থেকেই চাঙ্গা রয়েছে। এই স্টকের আপসাইড পোটেন্সিয়াল ৫৬ শতাংশ।
এনটিপিসি: রাষ্ট্রায়ত্ত সংস্থার স্টক পারলে কিনে রেখে দিন। এক বছরে ৫৫ শতাংশ পর্যন্ত দাম বাড়ার সম্ভাবনা রয়েছে এই সংস্থার শেয়ারের।
অশোক লেল্যান্ড: অটো সেক্টরের এই সংস্থার স্টক নিয়েও আশাবাদী বিশেষজ্ঞরা। এর আপসাইড পোটেন্সিয়াল ৫৫ শতাংশ।
কেএসবি লিমিটেড: এই সংস্থার শেয়ারেও ‘Strong Buy’ রেটিং রয়েছে। ১ বছরে ৫১ শতাংশ পর্যন্ত দামবৃদ্ধির সম্ভাবনা রয়েছে এই সংস্থার।
(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)