Bangla News Dunia, বাপ্পাদিত্য:- পরপর আপার সার্কিট। সোমবারের পরে মঙ্গলবারও ৫ শতাংশ বেড়ে আপার সার্কিট ছুঁয়ে নিল এই সংস্থার স্টক। গত প্রায় সাত দিন ধরে টানা ঊর্ধ্বমুখী এই শেয়ারের দর। ২০ জানুয়ারি এই শেয়ারের দর ছিল ১৩১ টাকার মতো, মঙ্গলবার তা পৌঁছে গেল ১৩৭.৬০ টাকা। সোমবার যেখানে বন্ধ হয়েছিল এই শেয়ারের দর, এ দিন তার উপরে খুলেছে। গত ১ সপ্তাহে ২৯.৮ শতাংশ রিটার্ন দিয়েছে এই স্টক, যার নাম ইরায়া লাইফস্পেস (Eraaya Lifespaces)।
সম্প্রতি একাধিকবার আপার সার্কিট দিয়েছে এই স্টক। টানা দাম বেড়ে চলেছে এই সংস্থার স্টকে। এর ফলে বিনিয়োগকারীরা বিপুল লাভ তুলেছেন এই স্টক থেকে। গত এক সপ্তাহে ২৯.৮ শতাংশ রিটার্ন দিয়েছে এই সংস্থা। গত এক বছরে এই স্টকের দাম বেড়েছে ৭৬৪.৩২%। আর তিন বছরের হিসেব করলে এই স্টকের বৃদ্ধি হয়েছে ১৭৫৪১.০৩%।
Groww.in-এর তথ্য অনুযায়ী, এই সংস্থার মার্কেট ক্যাপিটালাইজ়েশন ২৪৮১ কোটি টাকা। ২০২৪ সালের অক্টোবরের তথ্য অনুযায়ী, এই স্টকে সবচেয়ে বেশি শেয়ার হোল্ডিং রয়েছে খুচরো বিনিয়োগকারীদের, প্রায় ৩৬.৬৮%। প্রোমোটারদের হাতে রয়েছে ৩৫.১৭%। বিদেশি বিনিয়োগকারী সংস্থার হাতে রয়েছে ২৬.৩১%। অন্য ডোমেস্টিক ইনস্টিটিউশনের তেমন কোনও বিনিয়োগ নেই এই সংস্থার স্টকে।
সম্প্রতি ইরায়া লাইফস্পেসের সাবসিডিয়ারি EbixCash-এর হাতে একটি বড় অর্ডার এসেছে। ksrtc-এর ইলেকট্রনিক টিকেটিং সিস্টেম দেখাশোনার জন্য বরাত পেয়েছে এই সংস্থা। পাঁচ বছরের জন্য মিলেছে বরাত।
(বাংলা নিউস দুনিয়া কোথাও বিনিয়োগের জন্য পরামর্শ দেয় না। শেয়ার বাজার বা যে কোনও ক্ষেত্রে লগ্নি ও বিনিয়োগ ঝুঁকিসাপেক্ষ। তার আগে ঠিকমতো পড়াশোনা এবং বিশেষজ্ঞের পরামর্শ বাঞ্ছনীয়। এই খবরটি শিক্ষা সংক্রান্ত এবং সচেতন করার জন্য প্রকাশিত।)
আরও পড়ুন:– ব্রিটেনই ভেঙে দিয়েছিল ভারতের উৎপাদন শিল্পের কোমর, কত টাকা লুট করেছিল তারা?
আরও পড়ুন:– ভারতীয় রেলে 32,438 শূন্যপদে চাকরি। মাসিক বেতন 18,000/- টাকা। মাধ্যমিক পাশে আবেদন করুন